leadT1ad

স্ট্রিম এক্সপ্লেইন

গত ৫ বছরে দুর্ঘটনার কবলে ৬ প্রশিক্ষণ বিমান

স্ট্রিম এক্সপ্লেইনঢাকা
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৬: ৩৪
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭: ৫৫
উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। ছবি: ইউএনবি

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার জেট) বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ৩০মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকিরসহ অনেকের হতাহতের খবর পাওয়া গেছে।

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা নতুন নয়। গত পাঁচ বছরে এ নিয়ে অন্তত ছয়বার প্রশিক্ষণ বিমান এমন দুর্ঘটনার শিকার হলো।

২০২৫ সালে যশোর

২০২৫ সালের ১৩ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ বিমানবাহিনীর একটি গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় কবলে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সে সময় বিমানটিতে ছিলেন দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা। প্রশিক্ষণ বিমানটি দুপুর ১২টা ১৮ মিনিটে বিমানবাহিনীর যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল।

২০২৪ সালে পতেঙ্গায়

২০২৪ সালের ৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে।

একই দিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর বিমানের দুই পাইলট উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে নদীতে অবতরণ করেন। বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।

স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাঁকে বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২০২৩ সালে বগুড়ায়

২০২৩ সালের ১৫ অক্টোবর (রোববার) বেলা ১টার দিকে বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে বিমানের দুজন পাইলট সুস্থভাবে অবতরণ করেন।

২০২১ সালে রাজশাহীর তানোরে

২০২১ সালের ১৬ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমানের ইঞ্জিন বিকল হয়ে রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর গ্রামের একটি খেতে বিধ্বস্ত হয়।

ওই দিন (১৬ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল সেসনা-১৫২) মঙ্গলবার উড্ডয়নরত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে রাজশাহী তানোর উপজেলার দেবীপুর গ্রামে জরুরি অবতরণ করে। দুর্ঘটনার কবলে পড়া প্রশিক্ষণ বিমানের পাইলট ও প্রশিক্ষণার্থী পাইলট সুস্থ আছেন।

২০২১ সালে রাজশাহী বিমানবন্দরে

২০২১ সালের ৯ জানুয়ারি (শনিবার) বেলা সোয়া ৩টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান। বিমানবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করে, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী দুইজনই অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

এর আগেও প্রশিক্ষণ বিমানের এমন দুর্ঘটনার নজির রয়েছে। ২০১৫ সালের ১ এপ্রিল রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে আজ বুধবার দুপুরে বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল এভিয়েশনের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় প্রশিক্ষাণার্থী পাইলট তামান্না রহমান নিহত হন। দুই বছর পর, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর ২টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কক্সবাজারের মহেশখালী এলাকায় বিধ্বস্ত হয়। পরের বছর ২০১৮ সালের ১ জুলাই আনুমানিক রাত ৯টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমান যশোর বিমানবন্দরের অদূরে পশ্চিম পার্শ্বে বাউর এলাকায় বিধ্বস্ত হয়।

Ad 300x250

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিলেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী

মাইলস্টোনের দুর্ঘটনায় পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে এনসিপি

ঢাকায় বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদির শোকবার্তা

সাগরিকার চার গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রের বর্ণনায় বিমান বিধ্বস্তের ঘটনার বিবরণ

সম্পর্কিত