ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের কাগজের শপিং ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এই আইনি নোটিশটি পাঠান।
থাকি আমি ঢাকার কামরাঙ্গীরচরে। ভদ্দরলোকের চৌহদ্দীর বাইরে। তবুও তো, কত কিছুর সাধ হয়। ভাবলাম, ভদ্দরলোকেরা তো শুনি কত কীই খায়, একদিন চেখে দেখা যাক তাদের খাবার। তো, গেলাম একদিন ভদ্দরলোকেদের শহর, বনানীতে। কিন্তু, কিছুই তো চিনি না। কই খাইতে যাওয়া যায়?