leadT1ad

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান আজ শনিবার (৬ ডিসেম্বর) স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ৩০ জুন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। ওইদিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫ (ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’–এর অভিযোগ তদন্ত করতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক শামছুল আলম স্ট্রিমকে বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের জন্য সুপারিশ করি। এই স্টেপ না নেওয়া হলে সে আরও সমস্যা সৃষ্টি করতো এবং এতে শিক্ষার্থীরা প্রভাবিত হতো।’

জাবি প্রশাসন সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশ বহাল রেখে সেটি সিন্ডিকেটে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এরপর ৪ ডিসেম্বর সিন্ডিকেটে সুপারিশটি পাস হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত