তুফায়েল আহমদ
‘উগ্র সশস্ত্র আন্দোলনে’ জড়িত থাকার অভিযোগে এই সপ্তাহে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ।
গতকাল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পরিকল্পনা অনুযায়ী গত ২৪ এপ্রিল থেকে চলতি সপ্তাহ পর্যন্ত সেলাঙ্গর এবং জোহর প্রদেশে তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৩৬ জনের মধ্যে ৫ জনকে মালয়েশিয়ার সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট দণ্ডবিধির ৬-এ অনুচ্ছেদের আওতায় শাহ আলম ও জোহর বাহরুর বিচারিক আদালতে হাজির করা হয়েছে। এ ছাড়া ১৫ জনকে দেশে (বাংলাদেশে) ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
বিবৃতিতে আরও জানানো হয়, মালয়েশিয়া পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শ প্রচারের পাশাপাশি নিজেদের কমিউনিটিতে কর্মী নিয়োগের জন্য সেল গঠন করেছিল।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, এই সেলগুলো উগ্রপন্থি মতাদর্শ প্রচার ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করছিল। তাঁদের মূল পরিকল্পনা ছিল নিজ দেশের (বাংলাদেশ) বৈধ সরকারকে উচ্ছেদ করা।
সাইফুদ্দিন দৃঢ়ভাবে বলেন, বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার জায়গা মালয়েশিয়ায় হবে না।
সাইফুদ্দিন বলেন, মালয়েশিয়াকে সন্ত্রাসবাদমুক্ত রাখতে দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ অব্যাহত থাকবে।
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলে শনিবার (২৮ জুন) সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান বলেন, গত রাতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বিবৃতিটি তাঁর নজরে এসেছে। অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট করে জানতে বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
‘উগ্র সশস্ত্র আন্দোলনে’ জড়িত থাকার অভিযোগে এই সপ্তাহে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ।
গতকাল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পরিকল্পনা অনুযায়ী গত ২৪ এপ্রিল থেকে চলতি সপ্তাহ পর্যন্ত সেলাঙ্গর এবং জোহর প্রদেশে তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৩৬ জনের মধ্যে ৫ জনকে মালয়েশিয়ার সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট দণ্ডবিধির ৬-এ অনুচ্ছেদের আওতায় শাহ আলম ও জোহর বাহরুর বিচারিক আদালতে হাজির করা হয়েছে। এ ছাড়া ১৫ জনকে দেশে (বাংলাদেশে) ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
বিবৃতিতে আরও জানানো হয়, মালয়েশিয়া পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শ প্রচারের পাশাপাশি নিজেদের কমিউনিটিতে কর্মী নিয়োগের জন্য সেল গঠন করেছিল।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, এই সেলগুলো উগ্রপন্থি মতাদর্শ প্রচার ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করছিল। তাঁদের মূল পরিকল্পনা ছিল নিজ দেশের (বাংলাদেশ) বৈধ সরকারকে উচ্ছেদ করা।
সাইফুদ্দিন দৃঢ়ভাবে বলেন, বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার জায়গা মালয়েশিয়ায় হবে না।
সাইফুদ্দিন বলেন, মালয়েশিয়াকে সন্ত্রাসবাদমুক্ত রাখতে দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ অব্যাহত থাকবে।
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলে শনিবার (২৮ জুন) সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান বলেন, গত রাতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বিবৃতিটি তাঁর নজরে এসেছে। অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট করে জানতে বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি-বিহারি দাঙ্গা সঠিক হতে পারলে চব্বিশের গণ-অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়?
১৫ ঘণ্টা আগেবুধবার পাটগ্রাম থানায় হামলার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২৭ জনকে শনাক্ত করে পুলিশ। পরে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সহস্রাধিক লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৯ ঘণ্টা আগেশাহ পরান আগে থেকেই ফজর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিল জানিয়ে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘এই দুই ভাই ভুক্তভোগী নারীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের কারণে এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বেরও সৃষ্টি হয়।
১৯ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই-আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এই ঘোষণাপত্রে।
১ দিন আগে