leadT1ad

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কার্যালয়ে তালা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৫: ০৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কার্যালয়ে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন ছয়টি হল নির্মাণ প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে প্রকল্প কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের প্রতিনিধিরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মোবারক এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কার্যালয়ে তালা দেওয়া হয়। প্রকল্পগুলোর সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত তালা না খোলার ঘোষণা দিয়েছেন জাকসু ও হল সংসদের প্রতিনিধিরা।

শিক্ষার্থীরা জানান, ২১ নম্বর ছাত্র হল (সাবেক শেখ রাসেল হল), তাজউদ্দীন আহমদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বীরপ্রতীক তারামন বিবি হল, ফজিলতুন্নেসা হল ও রোকেয়া হলের প্রকল্প–সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ করতে হবে। তাঁদের দাবিকৃত নথির মধ্যে রয়েছে—সয়েল টেস্ট রিপোর্ট, স্ট্রাকচারাল ডিজাইন, অথোরিটি এপ্রুভাল শিট, আর্থিক হিসাব (জিডিপি–বেইসড কস্ট অ্যানালাইসিস, প্রজেক্ট শিডিউল, কনস্ট্রাকশন কোম্পানি ডিটেইলস, মনিটরিং অ্যান্ড সুপারভিশন নোটস, টেন্ডার ডকুমেন্টস)।

জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী স্ট্রিমকে বলেন, ‘বিগত সময়ে আমাদের নতুন যে ছয়টি হলে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্নীতির কথা উঠে এসেছে। হলগুলো ব্যবহার শুরু করার পর দেখেছি, ছাদ দিয়ে পানি পড়ে, পাশাপাশি সাম্প্রতিক ভূমিকম্পে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কর্মচারী সংকটসহ নানা সমস্যায় ভুগছে হলগুলো। এসব ইস্যুতে আমরা বারবার রিপোর্ট প্রকাশের দাবি জানালেও প্রশাসন তা উপেক্ষা করেছে। তাই আজ জাকসু ও সংসদ নেতারা মিলে প্রকল্প অফিস তালাবদ্ধ করেছি।’

দাবির বিষয়ে তিনি আরও বলেন, ‘অতি দ্রুত সময়ের মধ্যে রিপোর্টগুলো আমাদের সামনে তুলে দিতে হবে। রিপোর্টগুলো যাচাই–বাছাই করে হলগুলোর কী সমস্যা আছে, তা সমাধান করতে হবে। আর কোনো দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে জানতে অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) নাসিরুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত