leadT1ad

হারানো আস্থা ফিরিয়ে বিশ্বাস অর্জনই পুলিশের মূল লক্ষ্য: আইজিপি

কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের উৎসবে কেক কাটা অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম। স্ট্রিম ছবি

পুলিশের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং জনগণের সঙ্গে মিথস্ক্রিয়া বাড়িয়ে পারস্পরিক বিশ্বাস অর্জনই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করার জন্য তিনি সবার কাছে প্রতিশ্রুতি ও সহযোগিতা চেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের উৎসব পরিদর্শন ও কেক কাটা শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বাহারুল আলম তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়। সেটা আমরা কতটুকু করতে পেরেছি, তার বিচার আপনারা করবেন।’

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা জানেন ২০২৪ সাল থেকে আমরা কষ্টকর মুহূর্ত পার করছি। আপনাদের আস্থা ফিরিয়ে বিশ্বাস অর্জন করতে এবং এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছাকাছি এসে মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পরকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে চাই।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি চাই, আশ্বাস চাই, সহযোগিতা চাই। সামনে যে আমাদের আরও গুরুদায়িত্ব আছে, সামনে নির্বাচন আছে, সেখানে যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।’ এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষদেরও বড়দিনের শুভেচ্ছা জানান।

চার্চে বড়দিনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান পরিচালনা করছি। দর্শনার্থীরা এসে দেখে যাচ্ছেন।’

এদিকে চার্চ এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। দর্শনার্থীরাও নিরাপত্তাব্যবস্থা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। উৎসবে আসা অসীম সরকার নামের এক দর্শনার্থী বলেন, ‘নিরাপত্তা ঠিকঠাক মনে হলো। গেটে অনেক পুলিশ ও র‍্যাব চেক করেছে। আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, গতবার এত পুলিশ দেখিনি।’

রথীন্দ্র রায় নামের আরেক দর্শনার্থী বলেন, ‘আমি এবারই প্রথম আসলাম। বাইরে পুলিশ চেকিং করেছে। নিরাপদ মনে হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় চার্চের নিরাপত্তাব্যবস্থা মোটামুটি সন্তোষজনক মনে হলো।’

Ad 300x250

সম্পর্কিত