leadT1ad

‘ইয়ার্কি’, ‘কাঠের কেল্লা’সহ ১৫ পেজের বিরুদ্ধে সাদিক কায়েমের মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

‘ইয়ার্কি’ ও ‘কাঠের কেল্লা’সহ ১৫টি ফেসবুক পেজ এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতার বিরুদ্ধে মামলা করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। নারী শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিং ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে তিনি এই মামলা দায়ের করেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ থানায় তিনি এ মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে আরমানুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামের ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যেখানে দাবি করা হয়, ওই আইডিগুলো থেকে ডাকসুর সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা ও সদস্য উম্মা উসওয়াতুল রাফিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশ্লীল ও বিকৃত ছবি প্রচার করা হয়েছে। এতে ভুক্তভোগীরা এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

মামলায় অভিযুক্ত ফেসবুক পেজগুলোর মধ্যে রয়েছে—ডিইউ ইনসাইডার্স (DU Insiders), কাঠের কেল্লা (Katherkella), ইয়ার্কি (eArki), বাংলাদেশ আল্ট্রাভার্স, রৌমারি, রগ পরিচর্যা কেন্দ্র, বঙ্গগ্রাফ (BongoGraph), ন্যাশনালিস্ট ডেটা, ভয়েস অব ডাকসু, অন্তর্বর্তীকালীন মিম পোস্টিং, বটজিপিটি, ১০% মিমস, কার্টুন এবং দ্য পাঙ্গাশ। এছাড়া ‘ডাকসু কণ্ঠস্বর’ ও ‘আমার ডাকসু’ পেজের বিরুদ্ধে প্রতিনিধিদের নিয়ে বিকৃত তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত