leadT1ad

এনবিআরে শাটডাউন কর্মসূচি, বন্ধ দেশের সব কাস্টমস কার্যক্রম

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৯: ৪২
ছবি: সংগৃহীত

সকাল থেকে কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলছে লাগাতার শাটডাউন কর্মসূচি। এ কারণে এনবিআরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না, বের হতেও পারছেন না কেউ। এনবিআরের প্রধান ফটকসহ তিনটি প্রবেশপথে ঝুলছে তালা। শাটডাউন চলবে কাল রোববারও।

শাটডাউনের প্রভাব পড়েছে দেশের শুল্কব্যবস্থাজুড়ে। চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্কস্টেশনে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে আমদানি-রপ্তানিসহ সব ধরনের শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এনবিআরের অফিস ভবনে কোনো কাজ হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই শাটডাউন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন কয়েক শ কর্মকর্তা ও কর্মচারী।

এদিকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাঁরা ভবনের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, বাইরে থেকেও কাউকে বের হতে দিচ্ছেন না। এনবিআরের চলমান অচলাবস্থার ফলে রাজস্ব আদায় কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনবিআর–এর সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রাজস্ব বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে জড়ো হন। আন্দোলনটি হচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে।

আন্দোলনকারীরা জানান, রাজস্ব খাতকে জনকল্যাণমুখী করতে সব পক্ষের অংশগ্রহণে প্রয়োজন দীর্ঘমেয়াদি সংস্কার। সেই সঙ্গে বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলেও তারা অভিযোগ তুলেছেন।

জুন মাস অর্থবছরের শেষ সময় হওয়ায় এ সময় রাজস্ব আদায়ে বাড়তি গতি থাকার কথা। এ বিবেচনায় আজ শনিবার সরকারি ছুটির দিন হলেও দেশের সব শুল্ক ও কর অফিস খোলা রাখার ঘোষণা ছিল। কিন্তু আন্দোলনের কারণে কর্মকর্তারা এসব কার্যালয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন।

জাতীয় রাজস্ব বোর্ড দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা। তবে চলমান আন্দোলনের ফলে রাজস্ব আহরণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত