leadT1ad

টেকনাফের পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৩: ১৩
মানচিত্রে টেকনাফ উপজেলা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়। জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় মানবপাচার চক্রের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর আগের দিন সন্ধ্যাতেও একই এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। আমার এলাকার মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে।”

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, “সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত