leadT1ad

আগস্টের ১৭ দিনেই দেশে এসেছে ১৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮: ৩৮
ডলার। সংগৃহীত ছবি

আগস্টের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে প্রবাসী আয় এসেছে ১৬১ কোটি ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্টের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ৩১ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের রেকর্ড আয়। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় এটি ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে দেশে এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে এসেছিল ২৮২ কোটি ডলার রেমিট্যান্স।

বিষয়:

অর্থনীতি
Ad 300x250

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এটি সমস্যার কিছু না: তারেক রহমান

সৌমিত্র থেকে তাহসান: আর্বান মেয়েদের ‘আদর্শ’ রোম্যান্টিক পুরুষ

মাইলস্টোনে নিহত প্রত্যেকের পরিবারকে ৭ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি

আমরা সই করেছি ঐকমত্য এবং নোট অব ডিসেন্ট–দুটো বিষয় নিয়েই: জোনায়েদ সাকি

সম্পর্কিত