স্ট্রিম প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি এই পাঁচটি কেন্দ্র থেকে পেয়েছেন মোট ৭হাজার ৫১৬ ভোট।
অন্যদিকে ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৬৫৩ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৩৫৫ ভোট এবং বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৪০৯ ভোট।
যেসব কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে, সেগুলো হচ্ছে, কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
এখনো ফলাফল বাকি রয়েছে বাকি রয়েছে, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের।
ভিপি পদে শেষ পর্যন্ত কার জয় হবে তা জানতে অপেক্ষা করতে হবে সব কেন্দ্রের ফল প্রকাশ হওয়া পর্যন্ত। তবে প্রাথমিক ফলাফলে সাদিক কায়েমের বড় ধরনের এগিয়ে থাকা তার পক্ষে জয়ের আভাস দিচ্ছে।
ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়েছেন। এ হলে ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট।
একই পদে উমামা ফাতেমা ২৮৭, শামীম হোসেন ১৭১ এবং বাগছাসের আবদুল কাদের ২১ ভোট পেয়েছেন।
জগন্নাথ হলে সাধারন সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম ৩৯৮ ভোট পেয়েছেন। ছাত্রশিবিরের প্যানেলের এস এম ফরহাদ পেয়েছেন ৫ ভোট।
ডাকসুতে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!'
পরে আরেক পোস্টে তিনি লেখেন, 'বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।'
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার ফেসবুকে লিখেছেন, 'বিএনপি ও জামাত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে। দুই পক্ষই ক্যাম্পাসের আশেপাশে লোকবল জড়ো করতেছে।'
তিনি লিখেছেন, 'ডাকসুতে ভাগ বাটোয়ারা করার পাঁয়াতারা করতেছে। ছাত্রদল পেশিশক্তির মহড়া দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিচ্ছে ফলাফল প্রভাবিত করার জন্য। আমরা মাঠে আছি।'
প্রতিরোধ পর্ষদের ভিপিপদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ফেসবুকে লিখেছেন, 'ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত(!) হয়নি। আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারব না।'
তিনি লিখেছেন, 'আমি জুলাইয়ের শহীদ সোহেল রানা ভাইয়ের মাকে কথা দিসিলাম উনার ছেলের লাশের সন্ধান এনে দিব ডিএনএ টেস্ট এর মাধ্যমে। চব্বিশের জুলাইয়ে যারা ঘর ছেড়েছিল তাদের সবাই এখনো ঘরে ফেরেনাই। তাদের সন্ধান চাইব রাষ্ট্রের কাছে। কেউ সাথে থাকতে চাইলে প্লিজ জানাবেন। অনেক কাজ বাকি...'
ডাকসু নির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলেও এখনও ঘোষণা হয়নি সেন্ট্রাল মাঠ কেন্দ্রের ফল৷ এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা৷
আজ মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কেন্দ্রের সামনে উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন৷
সরেজমিনে দেখা যায়, কর্তব্যরত পুলিশের সঙ্গে বাগবিতাণ্ডায় জড়িয়েছেন শিক্ষার্থীরা৷ তাঁরা বলেন, এত দেরি হচ্ছে কেন? ফলাফল কি লন্ডন থেকে আসবে?
দ্বায়িত্বরত নির্বাচন কমিটির কর্মকর্তারা স্ট্রিমকে জানিয়েছেন, আমাদের ফলাফল রেডি আছে৷ তবে এই কেন্দ্রের প্রিন্টিং মেশিন নষ্ট৷ তাই দেরি হচ্ছে৷
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার প্রথম দিকেই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেইসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, 'পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।'
ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী সাদিক কায়েম কার্জন হলেও দাপুটে জয় ধরে রেখেছেন। প্রাথমিক ফলাফলে সেখানে তিনি পেয়েছেন ৯৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা একই হলে পেয়েছেন ১৪০ ভোট।
এর আগে সুফিয়া কামাল ও ফজলুল হক হলে জয় পেয়ছেন সাদিক কায়েম। সুফিয়া কামাল হলে তিনি পেয়েছেন ১ হাজার ২৭০টি ভোট। এ ছাড়া ফজলুল হক হলে পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট।
এ নিয়ে কার্জন হল এলাকার হলগুলোতে টানা তৃতীয় জয় পেলেন সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের এমন রেজাল্ট বানানো হয়েছে যে সেটিকে প্রকাশ করতেও পারছে না বলে অভিযোগ করেছেন ‘প্রতিরোধ পর্ষদের’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ওই পোস্টে মেঘমল্লার বলেন, ‘এমন রেজাল্ট বানাইসে যে ছাড়তেও পারতেসে না। আহা রে। কৌন বানেগা এবারের ভিপি নুর!’
এর আগে, রাত পৌনে দশটার দিকে ফেসবুকে অপর এক পোস্টে মেঘমল্লার বলেন, ভোটের নামে প্ল্যানড ইঞ্জিনিয়ারিং চলতেসে। সবই খবর পাইতেসি। যে ধারা অব্যাহত আছে তাতে ডিটেইল রেজাল্ট দেখলে আপনারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই বুঝবেন। আপাতত এতটুকুই বললাম। এই প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে এটা স্পষ্ট। আমরা শেষ ভোটটা কাউন্ট হওয়া পর্যন্ত দেখব।
এই কথাগুলা একটা বছর ধরে বলতেসি। এবার হাতেনাতে দেখবেন উল্লেখ করে পোস্টে তিনি বলেন, স্যাম্পল সাইজ ছোট। আরেকটু দেখি।
ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হলে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন শিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি ১ হাজার ২৭০টি ভোট পেয়েছেন।
অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩টি ভোট।
এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭টি ভোট।
এদিকে ফজলুল হক হলেও ভিপি পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪৭টি ভোট পেয়েছেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে অমর একুশে হলে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছে শিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।’
প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। এরপর জিএস পদপ্রার্থী এস এম ফারহাদ পেয়েছেন ৪৬০ ভোট।
এ ছাড়া উমামা ফাতেমা পেয়েছেন ৯০ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ঘিরে মাঝ রাতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকেরা৷ নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত একটার দিকে শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা গেছে৷
এসময় তাঁরা 'জিয়ার সৈনিক, এক হও এক হও', 'নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার', 'দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত'-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ থানার সামনের রাস্তা বন্ধ৷ সেখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে৷ বিপুল সংখ্যক পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন৷ কাউকে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷
তবে, ব্যরিকেডের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপি এবং ছাত্রদলের কর্মীরা৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান রাতে ঢাকা স্ট্রিমকে জানান, ভেতরে ভোট গণনার কার্যক্রম চলছে। পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও রয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাহিদা মোতাবেক আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি, পরিস্থিতি স্বাভাবিক আছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আগামীকাল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। কর্তৃপক্ষ চাইলে আরও সময় বাড়ানো যাবে।
রাত ১০ টার মধ্যে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার কথা থাকলেও ইতিমধ্যে সাড়ে ১২ টা পেরিয়ে গেছে। সিনেট ভবনে প্রার্থী, ভোটার, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর মধ্যেই মধ্যরাতে প্রথমে 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন' স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন। এর পরপরই সমবেত কন্ঠে ভেসে আসে দেশাত্মবোধক গান— 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।'
নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্যরাতে একটি বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। 'অতি জরুরি' উল্লেখ করে এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সিনেট ভবন সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।
ডাকসু নির্বাচনের প্রশাসনিক অব্যবস্থাপনাকে ও পক্ষপাতকে ঘিরে প্রশাসনিক কর্মকর্তাদের জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস পদপ্রার্থী আবদুল কাদের।
আজ রাতে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরেরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।
ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন আবদুল কাদের। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে ‘মেকানিজম’ (কারসাজি) করেছেন আর ছাত্রদল বাইরে থেকে ‘মেকানিজম’ করছে।
আবদুল কাদের বলেন, ‘আমরা আগে থেকেই বলেছি, এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অথর্ব এবং নতজানু কমিশন। এরা দুই ভাগে বিভক্ত। একটি ভাগ ছাত্রদলের পক্ষ নিয়ে কাজ করেছে, অন্যটি শিবিরের। প্রচারণা থেকে মনোনয়নপত্র পর্যন্ত তারা অনেক বিধিনিষেধ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।’
আবদুল কাদের বলেন, ‘আজ স্পষ্ট হয়ে গেছে, নির্বাচন কমিশন ও প্রশাসন ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে নিমজ্জিত। আমরা দেখেছি, ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টররা সবাই ভাগাভাগির মাধ্যমে পদ বণ্টন করেছেন। অনেকে জামায়াতপন্থী, অনেকে বিএনপিপন্থী। শিক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে।’
সব মিলিয়ে আজকের নির্বাচনে শিক্ষার্থীরা আন্তরিকভাবে অংশ নিলেও প্রশাসন ও নির্বাচন কমিশনের ব্যর্থতা ও দলীয় প্রভাবের কারণে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন আবদুল কাদের। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করছি এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’
আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম আজ মঙ্গলবর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
প্রেস উইং আরও জানায়, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার নেপালের সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
৪ ঘণ্টা আগেডাকসু নির্বাচনের ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা-উত্তর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যাম্পাসে বহিরাগত প্রতিরোধ থেকে শুরু করে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাতে পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে বিভিন্ন
৬ ঘণ্টা আগেরাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সিরাজুস সালেহীন। তিনি বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ১৭ জনের একটি করে পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছিল। আর তিনজনের একটি করে হাত অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছিল।
৬ ঘণ্টা আগেআইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বলেন, সবকিছুর একটা সময় থাকে। প্রার্থী হয়, ভোটার তালিকা হয়, প্রার্থিতা যাচাই-বাছাই হয়। যাচাই-বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচনের অল্প কদিন আগে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
১০ ঘণ্টা আগে