leadT1ad

নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নওগাঁ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০: ০৫
নওগাঁয় কঙ্কাল উদ্ধারে পুলিশের অভিযান। সংগৃহীত ছবি

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর চাঞ্চল্যকর সুমন (৩৯) হত্যার রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাফিউল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সুমন উপজেলার পয়সা গ্রামের শাহাদাত হোসেন এর ছেলে। আটক শাফিউল একই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাত ১১ টা ৪৫ মিনিটে সুমন বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নেয়। পরে ২২ জুন এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

সুমনের বাড়ির পাশে ইটের টুকরার রক্ত লেগে থাকা দেখতে পায় পরিবারের লোকজন। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরবর্তীতে থানা-পুলিশ ইটে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষা করে ‍সুমনের রক্ত বলে শনাক্ত করা হয়।

সুমনের স্ত্রী বাদী হয়ে ২০২৫ সালে ১৫ নভেম্বর আত্রাই থানার মামলা করেন। তবে কোনো তথ্য না থাকায় পুলিশ মামলার কোন কূলকিনারা খুঁজে পাচ্ছিল না।

গত এক সপ্তাহ আগে ভিকটিম সুমনের পরিবার এবং আত্মীয়-স্বজন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেলে তিনি মামলাটি তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং আত্রাই থানা অফিসার ইনচার্জ ও তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শফিউলকে শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি সুমনকে হত্যার কথা স্বীকার করে। তিনি পুলিশকে জানান, ২০২৪ সালের ২০ জুন রাতে শাফিউল ও ছোট ভাই সায়েম মিলে ভিকটিম সুমনকে বাড়ি থেকে ডেকে নেয়। রাতেই বাড়ির পাশে নির্জন রাস্তায় নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। পরে সুমনের মরদেহ দুই ভাই মিলে গুম করার জন্য পাশে ডোবায় নিচু জায়গায় মাটি দিয়ে চাপা দিয়ে রাখে।

শাফিউলের দেওয়া তথ্যে কয়শা গ্রামের রমজানের পুকুরের পানির ডোবা সেচে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুমনের হাড়গোড় এবং বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশ একটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে সফল হয়েছে। জেলার যেকোন অপরাধ উদঘাটন এবং দমন করতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।

Ad 300x250

সম্পর্কিত