leadT1ad

বুধবার থেকে শাহজালাল বিমানবন্দরে কড়াকড়ি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরদিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী ও দর্শনার্থী (ভিজিটর) প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব যাত্রীকে অবহিত করা হচ্ছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর রাজধানীর ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান। সেখান থেকে তাঁর গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত