leadT1ad

৫ আগস্ট ঢাকার বিমানবন্দরে পিটার হাসের উপস্থিতি দেখানো ভিআইপি তালিকাটি ভুয়া: ডিসমিসল্যাব

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৭: ৪৭
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯: ৫৬
ছবি: ডিসিমিসল্যাব

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা কক্সবাজারে গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। বলা হচ্ছিল, অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই তরুণরা কক্সবাজারে মূলত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে সেখানে গেছেন। পরে অবশ্য সন্ধ্যা নাগাদ নিশ্চিত হওয়া যায়, এই প্রচারণা মূলত একটি গুজব ছিল।

তবে এই গুজব ছড়ানোর পেছনে যেটি মূল উপাদান হিসেবে রসদ জুগিয়েছে, সেই সরকারি নথিটিকে ভুয়া বলে ঘোষণা করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা ডিসমিসল্যাব। সংস্থাটি বলছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি সংক্রান্ত একটি ভিআইপি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা আসলে ভুয়া।

পিটার হাস এখন ওয়াশিংটনে

দিনভর গুজব ছড়ানোর পর সন্ধ্যায় জানা যায়, কক্সবাজারে নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার গোলাম মর্তুজা।

পিটার হাস নিজের মোবাইল ফোনে ছবি তুলছেন এমন একটি ছবিও পোস্ট করেছেন তিনি। আরও মজার বিষয়, ছবিতে বাংলাদেশের দুজন উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারাও রয়েছেন। ছবির ক্যাপশনে গোলাম মর্তুজা লিখেছেন, ‘ছবি যে দুজন তুলছেন তাদের একজন পিটার হাস,বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। যিনি আজ (ওয়াশিংটন সময় সকাল ৯টা,৫ আগস্ট ২০২৫) সকালেও ইউএসএ-তে অবস্থান করছেন।

ছবিটি গত শুক্রবারের উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘প্রায় একশ বছরের পুরনো ওয়াশিংটন ডিসির ইউএস চেম্বার অব কমার্স বিল্ডিংয়ের ছাদে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের দুইজন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ব‍্যবসায়িদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল। আলোচনা ও লাঞ্চ শেষে কর্তৃপক্ষ ছবি তোলার জন‍্যে সবাইকে নিয়ে গেলেন ছাদে। এই ছাদ নাকি ছবি তোলার প্রিয় একটি স্থান। ছবিতে যারা দাঁড়িয়ে আছেন তাদের পেছনে হোয়াইট হাউজ, ক‍্যাপিটল হিল…।’

পিটার হাস এখন কী করছেন

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।

এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত রাষ্ট্রদূত ছিলেন।

কক্সবাজারের যে হোটেলে পিটার হাসের অবস্থানের কথা বলা হচ্ছিল, সেই হোটেল সি পার্ল কর্তৃপক্ষও গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন। হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়-ই, কোনও বিদেশি অতিথি নেই।

কক্সবাজারে বেড়াতে গেছেন এনসিপি নেতারা

এদিকে সন্ধ্যার দিকে আরও জানা যায়, এনসিপি শীর্ষস্থানীয় পাঁচ নেতা আসলে কক্সবাজারে ঘুরতে গিয়েছেন। সেখানে তারা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে গিয়ে ওঠেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি।’

একই কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বৈঠকের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই হয়নি। আমরা জাস্ট ঘুরতে এলাম।’

ছড়িয়ে পড়া নথিতে যা কিছু অসঙ্গতিপূর্ণ

ছড়িয়ে পড়া ওই সরকারি নথিতে দাবি করা হয়, পিটার হাস ৫ আগস্ট (মঙ্গলবার) বিমানবন্দরের 'দোলনচাঁপা' ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছিলেন। তবে বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে ডিসমিসল্যাব জানায়, নথিটিতে থাকা একাধিক তথ্য অসঙ্গতিপূর্ণ এবং বিভ্রান্তিকর।

প্রথমত, ওই নথিতে উল্লেখ করা হয়েছে যে, পিটার হাস এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৩ এর যাত্রী ছিলেন, যা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে ডিসমিসল্যাব জানায়, উক্ত ফ্লাইটটি ওই দিন সকাল ১০টা ৫২ মিনিটেই ঢাকা ত্যাগ করে। অর্থাৎ, ফ্লাইটের সময়সূচি ও ভিআইপি লাউঞ্জ ব্যবহারের দাবির মধ্যে কোনো মিল নেই।

দ্বিতীয়ত নথিটিতে নিয়ন্ত্রক সংস্থার নাম হিসেবে ‘বাংলাদেশ প্রাইভেট অ্যাভিয়েশন অথরিটি’ লেখা হয়েছে যেটি বাস্তবে কোনো সরকারি সংস্থার নাম নয়। মূলত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নাম হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।

ছড়িয়ে পড়া ভুয়া নথি। ছবি: সংগৃহীত
ছড়িয়ে পড়া ভুয়া নথি। ছবি: সংগৃহীত

ডিসমিসল্যাব আরও জানায়, নথিটিতে যেসব কর্মকর্তার নাম ও পদবী উল্লেখ করা হয়েছে সেগুলোর অনেকটাই ভুল। যেমন, মেজবাহ উদ্দিন চৌধুরীকে সেখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ তিনি গত বছর থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

একইভাবে, রুহুল আলম সিদ্দিকীকে দেখানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে। অথচ তিনি ২০ জুন থেকেই অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) রয়েছেন।

এ ছাড়াও, নথিতে থাকা সইটি শাহরিয়ার চৌধুরীর নামে, যিনি আর ওই শাখার দায়িত্বপ্রাপ্ত নন। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক নাসিমা শাহীন।

ডিসমিসল্যাব স্পষ্টভাবে জানিয়েছে, পিটার হাসের দেশ ত্যাগ বা গোপনে বাংলাদেশে প্রবেশ- এই দুই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

এনসিপির ৫ নেতাকে দর্শানোর নোটিশ পেলেন

পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব হলেও এরই কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এনসিপির ওই পাঁচ নেতা।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে কক্সবাজার ভ্রমণ করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। এই পাঁচ নেতা হলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা নোটিশে তাঁদের আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

৫ নেতাকে দেওয়া ভিন্ন ভিন্ন নোটিশে বলা হয়, ‘গতকাল ৫ আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-এর নিকট পূর্বে অবগত করা হয়নি।’

আরও বলা হয়, ‘এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার যান এনসিপির শীর্ষ এই নেতারা।

Ad 300x250

সম্পর্কিত