leadT1ad

গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশের প্রবণতা বেড়েছে: গবেষণা

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৬: ০৮
পিআইবির সেমিনারে বক্তারা। ছবি: পিআইবির সৌজন্যে

গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশের প্রবণতা বেড়েছে। এই প্রবণতা এতটাই বেড়েছে যে মূলধারার শীর্ষস্থানীয় গণমাধ্যমেও ভুয়া খবরের ছড়াছড়ি। গতকাল শনিবার (২৮ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রবন্ধে এই তথ্য তুলে ধরা হয়।

গবেষণাটি করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্পের পরামর্শক মামুন অর রশীদ। তিনি জানান, তাঁর গবেষণার শিরোনাম,‘বাংলাদেশের গণমাধ্যমের সাম্প্রতিক অপতথ্যের গতিপ্রকৃতি’।

গবেষক মামুন অর রশীদের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, গণমাধ্যমগুলো সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের চেয়ে ভাইরাল হওয়ার দিকেই মনোযোগ বেশি দিচ্ছে।

এ ধরনের খবর গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। ভাইরাল খবরের বাণিজ্যিক ও আর্থিক মূল্য বিবেচনায় এমনটা করা হচ্ছে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

মামুন অর রশীদ জানান, তিনি তাঁর গবেষণায় দেখেছেন, ভুয়া খবর প্রকাশের পর খবর প্রত্যাহারের তালিকায় প্রথম দিকে রয়েছে প্রথম আলো, দৈনিক কালবেলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, ডেইলি স্টার, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, বিডিনিউজসহ বেশ কিছু গণমাধ্যম।

মামুন অর রশীদ বলেন, ‘এটি আমার নিজস্ব গবেষণাকর্ম, গত জানুয়ারি থেকে চলতি জুন মাস নাগাদ গবেষণায় এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।’

গবেষণাকর্মটি জার্নালে প্রকাশের জন্য আরও তথ্য হালনাগাদ করা হচ্ছে বলেও জানান এই গবেষক।

গবেষণায় ফ্যাক্ট-চেক সাইট থেকে নেওয়া ছয় মাসের স্ক্যাপ ডেটা, মূলধারার গণমাধ্যমের ৬৯৪টি পৃথক ডেডলিংকসহ পাঁচটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত