leadT1ad

দালাই লামার উত্তরসূরী ঘোষণা, প্রত্যাখ্যান চীনের

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৯: ১৮
ভারতে নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতে নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী নির্বাচন হবে তিব্বতি রীতিতে। আজ বুধবার (২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দালাই লামার এই ঘোষণা নিশ্চিত করেছে, ৬০০ বছরের আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রথা তিব্বতী পদ্ধতিতেই চলবে। তিনি বলেন, তাঁর ভবিষ্যত পুনর্জন্ম ঠিক করবে তাঁর প্রতিষ্ঠিত ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’।

এর আগে গত মার্চে ৪৬ জন ভারতীয় সংসদ সদস্য এক ঘোষণাপত্রে জানিয়েছিলেন, দালাই লামার উত্তরাধিকার নির্ধারণ করার ক্ষমতা একমাত্র তাঁরই থাকবে।

এ দিকে তিব্বতের নির্বাসিত সরকারপ্রধান পেনপা সেরিং দালাই লামার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে চীন এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। চীন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া উত্তরাধিকার নির্বাচন করা যাবে না। দালাই লামার উত্তরসূরিকে অবশ্যই চীনা আইন ও বিধিবিধানের পাশাপাশি তাদের ধর্মীয় আচার ও ঐতিহাসিক রীতিনীতি মেনে চলতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দালাই লামার উত্তরসূরিকে শনাক্ত করা ‘লট-ড্রয়িং’ সিস্টেমের মাধ্যমেই সম্ভব। যেখানে একটি সোনার কলস থেকে নাম বেছে নেওয়া হয়। এই প্রথা ১৭৯২ সালে চালু করা হয়েছিল এবং বর্তমান দালাই লামার কয়েকজন পূর্বসূরিদের বেছে নিতে এই পদ্ধতিই ব্যবহার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ বুধবার ৯০তম জন্মদিনে দালাই লামা নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো ইঙ্গিত দিতে পারেন বলে আগে থেকেই এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। তাই আগে থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছিলেন। অতীতে উত্তরসূরির বিষয়ে দালাই লামাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল। তবে তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।

দালাই লামা একটি ভিডিও বার্তায় বলেন, তার অবর্তমানে পরবর্তী দালাই লামাকে বেছে নেওয়া হবে। তাঁর পুনর্জন্মকে খোঁজা এবং শনাক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ‘গাহদেন ফোড্রাং ফাউন্ডেশনেরৎ অধীনে হবে এবং এই বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।

সংবাদ সম্মেলনে দালাই লামার জ্যেষ্ঠ সহযোগী সামধং রিংপোচের কাছে বিবিসি জানতে চায়, তিব্বতের আধ্যাত্মিক নেতা তাঁর উত্তরসূরি সম্পর্কে অন্য কোনো বার্তা দেবেন কি না। উত্তরে সামধং রিংপোচ বলেন, এই বিষয়ে তখনই জানানো হবে যখন সময় আসবে। এই বিষয়ে দালাই লামার কাছ থেকে আর কোনো প্রকাশ্য বার্তা আসবে না বলেও জানিয়েছেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত