তরুণদের একটা বড় অংশ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে।
স্ট্রিম ডেস্ক
নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য ওঠে এসেছে।
৬ জুলাই ‘ইয়ুথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেইঞ্জিং পলিটিকাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট’ শিরোনামের এই জরিপে ৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের মতামতের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করে এই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান।
জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশ মনে করেন, আগামী জাতীয় নির্বাচনে শীর্ষে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ১৫ দশমিক ৮৪ শতাংশ তরুণদের মত নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে।
সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন ও নীলাদ্রি নভিয়া নভেলি ।
নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য ওঠে এসেছে।
৬ জুলাই ‘ইয়ুথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেইঞ্জিং পলিটিকাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট’ শিরোনামের এই জরিপে ৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের মতামতের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করে এই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান।
জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশ মনে করেন, আগামী জাতীয় নির্বাচনে শীর্ষে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ১৫ দশমিক ৮৪ শতাংশ তরুণদের মত নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে।
সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন ও নীলাদ্রি নভিয়া নভেলি ।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী যুগ যুগ ধরে বসবাস করছে। কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রণীত ৭২-এর সংবিধান তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে পারেনি। সর্বোচ্চ নাগরিক মর্যাদাও দিতে ব্যর্থ হয়েছে।
২০ ঘণ্টা আগেতারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
২০ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। কিন্তু এই সমাবেশে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ও জামায়াতের একসময়ের জোটসঙ্গী বিএনপি।
১ দিন আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে কক্সবাজারের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। তারা এনসিপির গাড়িবহরের পথরোধ এবং পথসভার মঞ্চ ভাঙচুর করেছেন।
২ দিন আগে