leadT1ad

খুলনায় চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়ালেন এনসিপি নেতারা

আগামী ৩ আগস্ট চাঁদাবাজি, সন্ত্রাসীর বিরুদ্ধে নতুন বন্দোবস্তের দাবিতে সবাইকে ঢাকায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান এনসিপি নেতারা

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০: ২৫
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০: ৫৭
সভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। স্ট্রিম ছবি

চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় নৃশংসভাবে হত্যা করা হয় চাঁদ মিয়া ওরফে সোহাগকে৷ মারা যাওয়ার পরও শত মানুষের সামনে তাঁর নিথর দেহের ওপর চলে উন্মত্ততা৷ ভয়াবহ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা৷

গতকাল শুক্রবার (১১ জুলাই) খুলনা শহরের শিববাড়ী মোড়ে আয়োজিত পথসভায় নিহত সোহাগকে স্মরণ করেছেন নেতারা৷

পুরান ঢাকার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পরেও আমাদের এই পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। গণ-অভ্যুত্থানের পর আমরা বলেছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থা সন্ত্রাসী তৈরি করে, মাফিয়া তৈরি করে, দুর্নীতিবাজতের আশ্রয় দেয়, জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে, সে ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে৷ সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে৷ কিন্তু নানানভাবে ৫ আগস্ট থেকেই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আগের আমলে আমরা দেখেছি, গুটিকয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদের এখনও একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে খারাপ অবস্থায় রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে এবং অর্থনীতিকে সব ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসী থেকে আমরা রক্ষা করব। শহীদেরা সন্ত্রাসীদের জন্য, চাঁদাবাজদের জন্য জীবন দেয় নাই।‘

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এদেশের মানুষ যুগে যুগে আন্দোলন করেছে৷ বৃটিশদের তাড়িয়েছে৷ একাত্তোরে মুক্তিযুদ্ধ হয়েছে৷ দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা দেশের মানুষের মানবিক মর্যাদা রক্ষা করতে পারি নাই৷ চাঁদা না দেওয়ার কারণে জোর করে ধরে এনে উলঙ্গ করে, পাথর দিয়ে থেতলিয়ে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে৷’

আখতার বলেন, ‘অনেকে রিকশাওয়ালা, মজুর, কৃষক, শ্রমিকদের তুই তুকারি করে কথা বলে৷ তাদেরকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে৷ আমরা কি এই বাংলাদেশ চেয়েছি! বাংলাদেশকে এমনভাবে তৈরি করতে হবে, একজন রিকশাওয়ালা, একজন সচিব সবার সম্মান হবে সমান।‘

যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম বলেন, ‘জুলাই ঘুরে জুলাই এসেছে কিন্তু এখনো প্রকাশ্যে পাথর মেরে মানুষ মারা হচ্ছে৷ মানুষকে গুলি করা হচ্ছে৷ চাঁদার জন্য মানুষ মারা হচ্ছে৷ পুলিশ মানুষের কথা শুনছে না৷ সাধারণ জনগণ সম্মান পাচ্ছে না৷ আমরা কী এমন জুলাই চেয়েছিলাম? খুলনার মানুষ কী এমন জুলাই মেনে নেবে?’

তাবাসসুম বলেন, এই খুলনার মাটি থেকেই ইনশাআল্লাহ আবার প্রতিবাদ গড়ে তুলবো ওই খুনিদের বিরুদ্ধে, ওই চাঁদাবাজের বিরুদ্ধে, ওই দুর্নীতিবাজ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে৷

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীর উদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাসহ কেন্দ্রীয় নেতারা। পথসভা সঞ্চালনা করেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তানমি জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে, বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করেন এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন। আগামী ৩ আগস্ট চাঁদাবাজি, সন্ত্রাসীর বিরুদ্ধে নতুন বন্দোবস্তের দাবিতে সবাইকে ঢাকায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে।

Ad 300x250

সম্পর্কিত