leadT1ad

গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, চালক ও গার্ডের বিরুদ্ধে মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

চট্টগ্রামে গাড়িচাপায় নিহত কুকুরটি। সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের গেটে গাড়িচাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে ঘটনার সময় ডিসি হিলের ফটক দিয়ে বের হওয়া গাড়ির চালক ও নিরাপত্তাকর্মীকে (গার্ড) আসামি করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে প্রতিবেদনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তোফাইল আহম্মদ নামের এক প্রাণী অধিকার কর্মী। মামলার শুনানিতে বাদীপক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এ সময় প্রাণী কল্যাণ কর্মীরাও আদালত প্রাঙ্গণে অবস্থান করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নগরীর নন্দনকানন এলাকায় ডিসি হিলের মূল ফটকের সামনে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরটি মারা যায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী সুজন দাশ স্ট্রিমকে বলেন, পশু হত্যার অভিযোগে দণ্ডবিধির ৪২৮ ধারা ও বাংলাদেশ সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারায় মামলাটি করা হয়েছে। মামলায় কুকুরটিকে চাপা দেওয়ার অভিযোগে পিকআপ ভ্যানের চালক ও ডিসি হিলের মূল ফটকের নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি। পুলিশি তদন্তে ঘটনার সময় দায়িত্বরতদের নাম-পরিচয় জানতে পারবে বলা হয়েছে আরজিতে।

অবলা অন্তঃসত্ত্বা কুকুরকে গাড়ি চাপা দিয়ে মারার ভিডিও ছড়িয়ে পড়লে আমরা ৬ ডিসেম্বর (শনিবার) কোতোয়ালি থানায় মামলা করতে যাই। পুলিশ আমাদের মামলা না নিয়ে অভিযোগ নেয়। তারা তদন্ত করে দেখবে বলে জানায়। কিন্তু দুই দিনেও কোনো অগ্রগতি না দেখতে পেয়ে আমরা আদালতে মামলা করেছি। রিতু পারভীন, প্রাণী অধিকারকর্মী

আইনজীবী সুজন দাশ আরও বলেন, আদালত মামলা গ্রহণ করে কোতোয়ালি থানাকে সরাসরি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে জড়িত আসামিদের পরিচয় শনাক্ত ও তাঁদের গ্রেপ্তার করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে ডিসি হিলের মূল ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা কুকুর বসে ছিল। এ সময় ডিসি হিলের ভেতর থেকে বের হওয়া সাদা রঙের পিকআপ ভ্যানের জন্য বন্ধ গেট খুলে দেন দায়িত্বরত নিরাপত্তাকর্মী। তিনি কুকুরটিকে সরাননি, গাড়িচালককেও থামাননি।

এদিকে কুকুরটিকে চাপা দিয়ে গাড়িটি চলে যাওয়ার পরও নিরাপত্তাকর্মী কোনো পদক্ষেপও নেননি। এ ছাড়া কুকুরটিকে চাপা দেওয়ার বিষয়টি বুঝতে পেরেও গাড়ি চালিয়ে চলে যান চালক। গাড়িচালক ও নিরাপত্তাকর্মী কেউই অন্তঃসত্ত্বা কুকুরটিকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি।

প্রাণী অধিকারকর্মী রিতু পারভীন স্ট্রিমকে বলেন, অবলা অন্তঃসত্ত্বা কুকুরকে গাড়ি চাপা দিয়ে মারার ভিডিও ছড়িয়ে পড়লে আমরা ৬ ডিসেম্বর (শনিবার) কোতোয়ালি থানায় মামলা করতে যাই। পুলিশ আমাদের মামলা না নিয়ে অভিযোগ নেয়। তারা তদন্ত করে দেখবে বলে জানায়। কিন্তু দুই দিনেও কোনো অগ্রগতি না দেখতে পেয়ে আমরা আদালতে মামলা করেছি। আশা করি আমরা ন্যায়বিচার পাব।’

Ad 300x250

সম্পর্কিত