জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি
স্ট্রিম প্রতিবেদক

আজ ১৩ জুলাই। গত বছর এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের অনলাইন ও অফলাইন সম্মেলন হওয়ার কথা ছিল। আজকের দিনেই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন আন্দোলনকারীরা৷
সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে সম্মেলন থেকে গণপদযাত্রার ঘোষণা দেন শিক্ষার্থীরা৷ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টিও তখনই জানানো হয়।
সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, আগামীকাল (১৪ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে৷ এই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও অংশ নেবেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিভিন্ন জেলার শিক্ষার্থীরা গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন।
আগের দিন (১২ জুলাই) শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়৷ এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছিল। একে মিথ্যা মামলা উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে ও মামলা প্রত্যাহার করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, অজ্ঞাতনামা নয়, দিতে হলে যেন তাঁদের নামেই মামলা দেওয়া হয়৷ শিক্ষার্থীদের হামলা-মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিনও দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা৷
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবি ছিল, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সংবিধানে উল্লেখ করা অনগ্রসর গোষ্ঠীর জন্য সীমিত পরিসরে কোটার ব্যবস্থা রেখে সংসদে আইন পাস করে পুরো কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।
এক অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, জনভোগান্তি না ঘটিয়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে৷ এ সময় বিএনপিসহ অনেকে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা যেন শিক্ষার্থীদের বিভ্রান্ত না করে।
এদিন এক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দেন, আপিল বিভাগের রায়ের আগে কোটা পরিবর্ধন-পরিমার্জন নিয়ে সরকারের কোনো চিন্তা নেই।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, তাঁরা কি আন্দোলনজীবী হতে চান, না চাকরিজীবী হতে চান? কোটা সংস্কার তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয় নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এক অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শিক্ষার্থীদের আন্দোলন থামানোর আহ্বান জানান। কোটা বাতিল করলে অনগ্রসররা সমাজের মূলস্রোতে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ ১৩ জুলাই। গত বছর এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের অনলাইন ও অফলাইন সম্মেলন হওয়ার কথা ছিল। আজকের দিনেই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন আন্দোলনকারীরা৷
সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে সম্মেলন থেকে গণপদযাত্রার ঘোষণা দেন শিক্ষার্থীরা৷ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টিও তখনই জানানো হয়।
সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, আগামীকাল (১৪ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে৷ এই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও অংশ নেবেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিভিন্ন জেলার শিক্ষার্থীরা গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন।
আগের দিন (১২ জুলাই) শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়৷ এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছিল। একে মিথ্যা মামলা উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে ও মামলা প্রত্যাহার করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, অজ্ঞাতনামা নয়, দিতে হলে যেন তাঁদের নামেই মামলা দেওয়া হয়৷ শিক্ষার্থীদের হামলা-মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিনও দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা৷
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবি ছিল, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সংবিধানে উল্লেখ করা অনগ্রসর গোষ্ঠীর জন্য সীমিত পরিসরে কোটার ব্যবস্থা রেখে সংসদে আইন পাস করে পুরো কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।
এক অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, জনভোগান্তি না ঘটিয়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে৷ এ সময় বিএনপিসহ অনেকে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা যেন শিক্ষার্থীদের বিভ্রান্ত না করে।
এদিন এক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দেন, আপিল বিভাগের রায়ের আগে কোটা পরিবর্ধন-পরিমার্জন নিয়ে সরকারের কোনো চিন্তা নেই।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, তাঁরা কি আন্দোলনজীবী হতে চান, না চাকরিজীবী হতে চান? কোটা সংস্কার তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয় নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এক অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শিক্ষার্থীদের আন্দোলন থামানোর আহ্বান জানান। কোটা বাতিল করলে অনগ্রসররা সমাজের মূলস্রোতে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের চূড়ান্ত দিনে রাজধানীর চানখারপুলে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
৫ ঘণ্টা আগে
ধান উৎপাদনে কৃষকের সহায়তার জন্য নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবনের কাজ করে চলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। কৃষিকাজকে একটি সম্মানজনক এবং আরামদায়ক পেশায় রূপান্তর করার লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিযন্ত্র আবিষ্কারে ব্রি কাজ করছে বলে জানিয়েছেন এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে
চাকরির গ্রেড উন্নীতের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে দেড় হাজারের বেশি ঘর। এতে আশ্রয়হীন হয়ে পড়া পরিবারগুলো ছোট সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে বস্তির অন্য অংশে। কিন্তু বিধি বাম। ঘরপোড়া মানুষের অসহায়ত্বের সুযোগে বস্তির বাড়িওয়ালারা খালি কক্ষগুলোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে