স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইসলামনগর এলাকার আবদুর রহমানের মালিকানাধীন চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীও রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফিরে যান তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল হাওলাদার স্ট্রিমকে বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। তারা জানতে পেরেছেন, সিলিন্ডার লিতেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে। এসময় চার জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে আব্দুস সোবহান রায়হান (৩০) এবং আব্দুর রাহাত (২৭)। এরমধ্যে সোবহান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
দগ্ধ অপর দুজন হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি (২৭) এবং হাসিনুর রহমান (২৮)। এরমধ্যে সাইফুল ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসিনুর আশুলিয়া থানা ছাত্রদলের কর্মী। আহতরা সবাই আশুলিয়া থানাধীন ইসলামনগর ও আশপাশের এলাকার বাসিন্দা।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইসলামনগর এলাকার আবদুর রহমানের মালিকানাধীন চার তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীও রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফিরে যান তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল হাওলাদার স্ট্রিমকে বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। তারা জানতে পেরেছেন, সিলিন্ডার লিতেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে। এসময় চার জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে আব্দুস সোবহান রায়হান (৩০) এবং আব্দুর রাহাত (২৭)। এরমধ্যে সোবহান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
দগ্ধ অপর দুজন হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি (২৭) এবং হাসিনুর রহমান (২৮)। এরমধ্যে সাইফুল ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসিনুর আশুলিয়া থানা ছাত্রদলের কর্মী। আহতরা সবাই আশুলিয়া থানাধীন ইসলামনগর ও আশপাশের এলাকার বাসিন্দা।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতীতে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান।
২ ঘণ্টা আগে
শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কল্যাণপুরে আলোচিত জাহাজ বাড়ি বা তাজ মঞ্জিলে জঙ্গিবিরোধী অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছে প্রসিকিউশন।
৩ ঘণ্টা আগে