স্ট্রিম প্রতিবেদক
আজ ১১ জুলাই। গত বছর এদিন দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এমনকি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেন একদল শিক্ষক।
বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ মোড়ে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ছিল জলকামান ও সাঁজোয়া যানও। সেদিন শাহবাগমুখী শিক্ষার্থীদের আটকাতে রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। কিন্তু ব্যারিকেড উপেক্ষা করেই শাহবাগ মোড় ও মেট্রো রেলের নিচে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। আরও যেসব স্লোগান দেওয়া হয়, তার মধ্যে ছিল, ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে আহত হন অনেকে। এছাড়া সিলেট, চট্টগ্রামসহ অনেক জায়গায় পুলিশের লাঠিচার্জে আহত হন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থেকে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বলা হয়, দেশের সব ক্যাম্পাসে বিকেলে বিক্ষোভ মিছিল করা হবে।
শিক্ষার্থীদের দাবি ছিল, কোটা সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে। তারা আরও জানান, আদালত নয়, তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে।
এদিন ২০১৮ সালের পরিপত্রের অংশবিশেষ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সব কোটা বজায় রাখতে হবে। তবে সরকার চাইলে অনুপাত বাড়াতে-কমাতে পারে।
তাছাড়া হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতাবস্থা জারি করার কারণে আপাতত কোটা কার্যকর হচ্ছে না বলেও জানান আইনজীবীরা।
এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেন শিক্ষার্থীরা ‘লিমিট ক্রস’ করে যাচ্ছে। আন্দোলনের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি।
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘অনেকেই তাদের (আন্দোলনকারীদের) ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিন। তারা মেধাবী ছেলে, কেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে? জানমালের ক্ষতি করলে, অগ্নিসংযোগ করলে, জনদুর্ভোগ করলে তো পুলিশ বসে থাকবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, শিক্ষার্থীরা আদালতের প্রতি সম্মান প্রদর্শন না করে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সে সময় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি বিচার বিভাগের ওপর ন্যস্ত না করে এই সমস্যার সমাধান করুন।’
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তাদের শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
আজ ১১ জুলাই। গত বছর এদিন দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এমনকি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেন একদল শিক্ষক।
বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ মোড়ে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ছিল জলকামান ও সাঁজোয়া যানও। সেদিন শাহবাগমুখী শিক্ষার্থীদের আটকাতে রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। কিন্তু ব্যারিকেড উপেক্ষা করেই শাহবাগ মোড় ও মেট্রো রেলের নিচে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। আরও যেসব স্লোগান দেওয়া হয়, তার মধ্যে ছিল, ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে আহত হন অনেকে। এছাড়া সিলেট, চট্টগ্রামসহ অনেক জায়গায় পুলিশের লাঠিচার্জে আহত হন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থেকে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বলা হয়, দেশের সব ক্যাম্পাসে বিকেলে বিক্ষোভ মিছিল করা হবে।
শিক্ষার্থীদের দাবি ছিল, কোটা সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে। তারা আরও জানান, আদালত নয়, তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে।
এদিন ২০১৮ সালের পরিপত্রের অংশবিশেষ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সব কোটা বজায় রাখতে হবে। তবে সরকার চাইলে অনুপাত বাড়াতে-কমাতে পারে।
তাছাড়া হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতাবস্থা জারি করার কারণে আপাতত কোটা কার্যকর হচ্ছে না বলেও জানান আইনজীবীরা।
এক সংবাদ সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেন শিক্ষার্থীরা ‘লিমিট ক্রস’ করে যাচ্ছে। আন্দোলনের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি।
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘অনেকেই তাদের (আন্দোলনকারীদের) ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিন। তারা মেধাবী ছেলে, কেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে? জানমালের ক্ষতি করলে, অগ্নিসংযোগ করলে, জনদুর্ভোগ করলে তো পুলিশ বসে থাকবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, শিক্ষার্থীরা আদালতের প্রতি সম্মান প্রদর্শন না করে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সে সময় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি বিচার বিভাগের ওপর ন্যস্ত না করে এই সমস্যার সমাধান করুন।’
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তাদের শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে মাহবুবুরের একটি ছবি ছড়িয়ে পড়েছিল। পরে বহিষ্কার করা হলেও তিনি দলীয় কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার-সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। যাঁরা বিচার-সংস্কারবিহীনভাবে নির্বাচন চান, তাঁরাই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
২ ঘণ্টা আগেআমার মতে, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা বহু আগেই তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। তারা এখন একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শক্তিতে, এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগেজেলার ৪ উপজেলায় এখন পর্যন্ত ৫০টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন প্রায় ৭ হাজার মানুষ। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল।
৩ ঘণ্টা আগে