leadT1ad

এত দিন সমঝোতায় বিদ্যুৎ প্রকল্প হয়েছে: জ্বালানি উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৭
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

এত দিন প্রতিযোগিতামূলক ব্যবস্থা বাদ দিয়ে সমঝোতার মাধ্যমে বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়ছে। ফলে বিদ্যুৎ খাতে নেতিবাচক চক্র তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, অন্তর্বর্তী সরকার এই পদ্ধতি পরিবর্তনে কাজ করছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমঝোতার ভিত্তিতে নেওয়া প্রকল্পগুলোর উচ্চ ট্যারিফের কারণে বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তবে বর্তমান প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ট্যারিফ অনেক কমে এসেছে। এখন ‘কম্পিটিটিভ ট্যারিফ’ই সময়মতো বিল পাওয়ার সবচেয়ে বড় নিশ্চয়তা।

২০১০ সালের বিশেষ আইন থেকে বের হয়ে আসার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি ভবন, স্কুল ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি বাস্তবায়ন চুক্তি (পিপিএ) অপ্রয়োজনীয়।

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতের সাম্প্রতিক দরপত্র নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করে সিপিডি। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন বাতিল করে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পুনর্বহাল করার কারণে দরপত্রে অংশগ্রহণ কমেছে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণায় বড় প্রকল্প ছোট করা, আর্থিক যোগ্যতা শিথিল করা ও পুরো দরপত্র প্রক্রিয়া ডিজিটাল করার সুপারিশ করা হয়।

Ad 300x250

সম্পর্কিত