দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা। সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে তাঁরা কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন।
আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর শিক্ষা ভবনের মূল ভবনের সামনের গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ২৮তম থেকে ৩১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শতাধিক কর্মকর্তা । সকাল ১০টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত।
সম্প্রতি আন্দোলনের মুখে সরকার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ১ হাজার ৮৭০ জনকে পদোন্নতি দেয়। কিন্তু সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদের পদোন্নতি এখনো আটকে আছে।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, সরকারি চাকরির সব শর্ত পূরণ করার পরও বছরের পর বছর ধরে তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। সহকারী অধ্যাপকদের কেউ কেউ একই পদে ৮ থেকে ১৩ বছর ধরে কর্মরত আছেন, যা অমানবিক। চাকরিতে যোগদানের পর ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা গত প্রায় ২০ বছরে মাত্র একটি পদোন্নতি পেয়েছেন। অথচ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা অনেক আগেই পদোন্নতি পেয়ে ওপরের স্তরে চলে গেছেন। শিক্ষা ক্যাডারের এই বৈষম্য দূর করার জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া ২৮তম বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জাহিদা বেগম বলেন, সরকার অন্যদের পদোন্নতি দিলেও আমরা বঞ্চিত হচ্ছি। আমি ১০ বছর আগে সর্বশেষ পদোন্নতি পেয়েছি, নিয়মানুযায়ী এতদিনে আমার অধ্যাপক হওয়ার কথা। কিন্তু আমরা এখন কেবল সহযোগী অধ্যাপক পদের দাবি করছি।
জাহিদা বেগম জানান, ২৬ ও ২৭তম বিসিএসের কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও ২৮ থেকে ৩১তম বিসিএসের কর্মকর্তাদের ফাইল আটকে আছে এবং সেগুলো যাচাই-বাছাইও করা হয়নি।
জাহিদা বেগম আরও জানান, বিষয়টি নিয়ে আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। উপদেষ্টা তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া এ বিষয়ে তারা জনপ্রশাসন সচিবের সঙ্গেও কথা বলবেন বলে জানান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল শিক্ষা ভবনের বাইরে মানববন্ধনসহ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।