leadT1ad

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, প্রত্যাহার ৪ পুলিশ

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৯: ৫৬
মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, প্রত্যাহার ৪ পুলিশ সদস্য। বাসসের ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউসুফ(২৬), সিয়াম(২৩) ও জহুরুল(২২)। এ সময় তাঁদের থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের উপ-পুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।

আহমাদ ওয়াদুদ নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ছিনতাইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। সেইসঙ্গে মোহাম্মদপুর থানার বেশ কিছু পুলিশ সদস্যের প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগ করেন। পোস্টটি অনলাইনে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পোস্টে আহমাদ ওয়াদুদ লেখেন, ‘আজ রাত ১১টার দিকে মোহাম্মদপুরে আমার সাথে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমার একটি মোবাইল ফোন এবং কিছু টাকাপয়সাসহ মানিব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতি দিয়ে কিছু আঘাত করে। সৌভাগ্যবশত আঘাত গুরুতর নয়। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন। একটু দূরে থাকায় তিনি নিরাপদ ছিলেন।’

আহমাদ ওয়াদুদ অভিযোগ করেন, ‘আমি তখন তাকে (ডিউটি অফিসার এসআই জসিম) বিনীতভাবে বললাম, আমার মনে হয় এখন ঘটনাস্থলে গেলে ওদের পাওয়া যাবে। দয়া করে এমন কাউকে বলুন, যিনি আমাদের সঙ্গে এখন সেখানে যেতে পারবেন। এসআই জসিম আমার কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, এটা সম্ভব নয়। ওই এলাকায় ইনি (এএসআই আনারুল) ছাড়া আর কেউ যেতে পারবে না। এটা তাঁর এলাকা। আপনি এখান থেকে এখন চলে যান। ওখানে গিয়ে ছিনতাইকারীদের পাবেন না।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগ করেন, ‘আমি তাঁকে ছিনতাইয়ের ঘটনাটি বললাম। তিনি বললেন, আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’

পোস্টে আহমাদ ওয়াদুদ লেখেন, মোট তিনটি জায়গা ঘুরে এএসআই আনারুলের দেখা পান তিনি। পরে তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে লেখেন, ‘ঘটনাস্থলে যাওয়ার পর আমি ওই ছিনতাইকারীদের সেখানেই বসে থাকতে দেখি। আমি দূর থেকে তাদের দেখিয়ে দিলেও এএসআই আনারুল সেখানে না গিয়ে একটু দূরে অন্য একটি জায়গায় গিয়ে কিছু লোকের সাথে কথোপকথন করেন। মিনিট দুয়েক পরে তিনি ফিরে আসলে আমি এএসআই আনারুলকে আবার ওই সন্ত্রাসীদের দেখিয়ে দেই। তবে আনারুল সেখানে না গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় সন্ত্রাসীরাও পুলিশসহ আমাকে দেখে আস্তে আস্তে ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে।’

এ ঘটনার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে আহমাদ ওয়াদুদ বলেন, ‘ওরা চলে যাওয়ার পর এএসআই আনারুল আমাকে বলেন, এখন তো ওদের পাওয়া যাবে না। আমরা গভীর রাতে এসে এখানে অভিযান চালাব। আপনারা এখন বাসায় চলে যান।’

Ad 300x250

সম্পর্কিত