leadT1ad

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

অবৈধভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৬: ৫৬
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৮: ১৮
ভারত থেকে মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে। ছবি: রয়টার্স

ভারত সরকার যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে ভারতীয় বাঙালি মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সম্প্রতি নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাস থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অভিযান জোরদার করেছে ভারতের বিজেপি সরকার। এ ধরনের বেআইনি ও জবরদস্তিমূলক পুশ-ইন অবিলম্বে বন্ধ করা ও সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বাঙালি মুসলিমদের নির্বিচারে দেশ থেকে বের করে দিয়ে বৈষম্য উসকে দিচ্ছে।’

তবে ভারত সরকারের দাবি, তাঁরা অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে। কিন্তু এইচআরডব্লিউ বলছে, এদের মধ্যে অনেকেই বাংলাদেশ-সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক।

চলতি বছরের জুনে ৯টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যসহ ১৮ জনের সাক্ষাৎকার নিয়েছে এইচআরডব্লিউ। তাঁদের অনেকেই ভারতীয়, যাদের বাংলাদেশে পুশ-ইন করার পর আবার ভারতে ফিরে গেছেন। আবার অনেকে এখনো নিখোঁজ। চলতি মাসের ৮ জুলাই সংস্থাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।

ভারত সরকার পুশ-ইন নাগরিকদের সংখ্যার বিষয়ে কোনো সরকারি তথ্য দেয়নি। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ৭ মে থেকে ১৫ জুনের মধ্যে মিয়ানমারের ১০০ রোহিঙ্গা শরণার্থীসহ মোট ১ হাজার ৫০০ জনের বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারত।

এইচআরডব্লিউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি শাসিত আসাম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান রাজ্যের পুলিশ মুসলিম দরিদ্র অভিবাসী শ্রমিকদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পুলিশ তাদের ফোন, পরিচয়পত্র-নথি বাজেয়াপ্ত করে, যার ফলে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না। কিছু ক্ষেত্রে বিএসএফ হুমকি ও মারধর করে তাঁদের নাগরিকত্বের দাবি যথাযথভাবে যাচাই না করেই জোর করে বাংলাদেশে প্রবেশে বাধ্য করেছে।

ভারতীয় নাগরিক ও আসামের সাবেক স্কুল শিক্ষক খায়রুল ইসলাম (৫১) এইচআরডব্লিউকে জানান, গত ২৬ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁর হাত-মুখ বেঁধে জোর করে বাংলাদেশে পাঠায়। ওই সময় তাঁর সঙ্গে আরও ১৪ জন ছিলেন।

খায়রুল ইসলাম বলেন, ‘আমি যখন বাংলাদেশে সীমান্ত পার হতে অস্বীকৃতি জানাই, তখন বিএসএফ অফিসার আমাকে মারধর করে ও চারবার আকাশে রাবার বুলেট ছোড়ে। দুই সপ্তাহ পর আমি কোনোমতে আবার ভারতে ফিরে আসতে সক্ষম হই।’

এ বছরের এপ্রিলে ভারতের কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৫ জন পর্যটক ও এক গাইড নিহত হন। এই ঘটনার পর থেকেই ভারত সরকারের দমন-পীড়নমূলক অভিযানের মাত্রা বেড়ে যায়। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ‘বহিরাগতদের’ তাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়।

বিজেপি সরকারের বিরুদ্ধে গত ১১ বছরের শাসনামলে হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডার অংশ হিসেবে ২০ কোটি ভারতীয় মুসলমানকে নির্যাতন, হয়রানি এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। যদিও বিজেপি সরকার এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।

Ad 300x250

সম্পর্কিত