leadT1ad

উত্তরায়–বিমান–বিধ্বস্ত /মাইলস্টোন কলেজের ফটক বন্ধ, আগের দিনের বিক্ষোভের রেশ এখনো উত্তরায়

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৪: ৪০
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯: ৫৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বন্ধ ফটকের সামনে উৎসুক জনতা। স্ট্রিম ছবি

রাজধানীর উত্তরায় আজ বুধবার (২৩ জুলাই) সকাল থেকে ছিল অস্বাভাবিক নীরবতা। বিশেষ করে দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে দেখা গেছে থমথমে পরিবেশ। প্রধান ফটক ছিল বন্ধ, শিক্ষার্থী বা অভিভাবকদের কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও কলেজের কিছু কর্মকর্তা ও কর্মচারীকে প্রবেশ করতে দেখা গেছে।

স্কুলের সামনে জড়ো হয়েছিল উৎসুক জনতা। তবে আশপাশের দিয়াবাড়ি মোড় ও অন্যান্য এলাকায় পরিস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক।

এর পেছনে কারণ সম্ভবত মঙ্গলবারের উত্তপ্ত পরিস্থিতি। গতকাল মঙ্গলবার এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে যান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ নজরুল ও সি আর আবরার। তাঁদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রেস উইংয়ের আরও তিন কর্মকর্তা। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তাঁরা। তবে সেখানে পৌঁছানোর পরপরই এই দুই উপদেষ্টা পড়েন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে।

তীব্র প্রতিবাদ ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। উপদেষ্টারা প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাঁরা বেরিয়ে আসেন।

এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে সরকার বা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

এদিকে দেশের মানুষের মন এখনো ভারাক্রান্ত উত্তরায় গত ২১ জুলাইয়ে যুদ্ধবিমান দুর্ঘটনার ভয়াবহতা ঘিরে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

হাসপাতালে এখনো ১৬৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধদের অনেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

সরকারি তদন্ত কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে। তবে এখনো স্পষ্ট হয়নি দুর্ঘটনার কারণ—যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল নাকি অন্য কোনো কারণ।

এমন এক প্রেক্ষাপটে বুধবার সকালটাও কেটেছে আতঙ্ক, শোক ও অনিশ্চয়তায়। উত্তরা যেন আজও গতকালের রেশ টেনে নিয়ে চলেছে।

Ad 300x250

সম্পর্কিত