leadT1ad

মসজিদ নিয়ে সংঘাতে মৃত্যু, এলাকায় ১৪৪ ধারা

বেড়ায় একটি মসজিদে কিয়াম পড়া নিয়ে বিরোধের সূচনা। এ নিয়ে তৈরি নতুন মসজিদের বারান্দা নির্মাণে বাধা দেওয়ায় শুক্রবার সংঘর্ষ হয়। এতে আহত একজনের মৃত্যু হলে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে।

স্ট্রিম সংবাদদাতাপাবনা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৮: ১২
বেড়ার তারাপুর গ্রামে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনা পাহারা। স্ট্রিম ছবি

পাবনার বেড়ায় একটি মসজিদ নির্মাণকেন্দ্র করে সংঘর্ষ ও একজন নিহত হওয়ার ঘটনায় দুইটি মামলা হয়েছে। আবারও সংঘাতের আশঙ্কায় ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (২৭ জুলাই) সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোরশেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর খবরে শনিবার (২৬ জুলাই) প্রায় ১৫টি বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ সব ঘটনার পর ওই এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী টহল আরও জোরদার করা হয়েছে। তবুও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। রবিবার দুপুরে বেড়া ইউএনও মোরশেদুল ইসলাম ওই এলাকা পরিদর্শন করেন।

সংঘর্ষে নিহত হাদিস প্রামাণিক জেলার সাঁথিয়া উপজেলার তলট গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে। তাঁর শ্বশুর বাড়ি জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে। সেই সুবাদে তিনি শ্বশুর বাড়ি এলাকায় বাস করতেন। শনিবার (২৬ জুলাই) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে একটি মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে বগুড়া ও পাবনা সদরে স্থানান্তর হয়। পরে আহতদের মধ্যে হাদিস প্রামাণিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে কয়েক দফায় প্রতিপক্ষের লোকজনের অন্তত ১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

বেড়ার তারাপুর গ্রামে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনা পাহারা। স্ট্রিম ছবি
বেড়ার তারাপুর গ্রামে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনা পাহারা। স্ট্রিম ছবি

১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে, তারাপুর গ্রামে একটি মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র প্রদর্শনীসহ দাঙ্গা-হাঙ্গামা ঘটছে। এ ছাড়া আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে বেড়া থানা সূত্রে। তাই ওই এলাকায় ২৭ জুলাই সকাল ১০টা থেকে ২৮ জুলাই সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় সভা-সমাবেশ ও মিছিল ছাড়াও সব ধরনের আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা বহন, মাইকিং ও শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এতে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে তারাপুর গ্রামে পুরোনো মসজিদে নামাজের পর মিলাদে কিয়াম (দাঁড়িয়ে দুরুদ) পড়া নিয়ে বিরোধ হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন হাজীসহ একটি পক্ষ কিয়ামের পক্ষে অবস্থান নেন। পরে তারা পুরোনো মসজিদের ১০০ গজ দূরেই একটা নতুন মসজিদ নির্মাণ করেন। শুক্রবার সকালে ওই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয় তারা।

বেড়ার তারাপুর গ্রামে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনা পাহারা। স্ট্রিম ছবি
বেড়ার তারাপুর গ্রামে আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনা পাহারা। স্ট্রিম ছবি

এদিকে কাছাকাটি দুটি মসজিদ নির্মাণ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল আরেকটি পক্ষ। শুক্রবার (২৫ জুলাই) সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণে বাধা দেয় তারা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার হাদিস প্রামাণিকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র বলছে, হাদিস প্রামাণিক নতুন মসজিদের পক্ষে ছিলেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উত্তেজিত লোকজন পুরোনো মসজিদের সমর্থকদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, সংঘর্ষে আহত একজনের মৃত্যুর পর গ্রামে ফের সহিংসতা ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Ad 300x250

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল

নায়ক জসীমের মতো অকালে চলে গেলেন তাঁর ছেলে ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট-বেজিস্ট এ কে রাতুল

মসজিদ নিয়ে সংঘাতে মৃত্যু, এলাকায় ১৪৪ ধারা

ইসির গণমাধ্যমকর্মী নীতিমালা প্রত্যাখ্যান আরএফইডির, সংশোধনের আহ্বান

শাফিন আহমেদ যেভাবে মাইলসে যোগ দিয়েছিলেন

সম্পর্কিত