leadT1ad

আমি শপথ গ্রহণে প্রস্তুত: ইশরাক হোসেন

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ২৩: ০১

২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিজয়ী হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছেন আদালত। যাঁরা এই রায় মানতে চান না, তাঁরা আদালাত অবমাননাকারী। ১৭ মে শনিবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হয়ে গেলেও, এখনো তাঁকে শপথ পড়ানো হয়নি। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি শপথ নিতে প্রস্তুত।’

এ সময় তিনি অভিযোগ করেন, ওই নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই মামলা করা হয়েছিল। কিন্তু তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে, আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেন, ‘আমাদের মতামত চাওয়ার আগেই গেজেট প্রকাশ করা হয়েছে, এতে আমাদের কিছু বলার নেই।’ এর পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন বলেন, আইন উপদেষ্টার মতামতের জন্য ফাইল টেবিলে পড়ে ছিল।

চলমান আন্দোলন নিয়ে বিএনপির এ নেতা জানান, আন্দোলনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবে জনগণের আন্দোলনের অধিকারকে তিনি অস্বীকারও করেন না।

বলা দরকার, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে কারচুপির অভিযোগে মামলা করেন তিনি। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত ২৭ মার্চ আদালত তাঁকে জয়ী ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। 

Ad 300x250

বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, জনগণের পক্ষে দাঁড়ান: আমীর খসরু

আমরা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সংবেদনশীল হওয়ার চেষ্টা করছি: মাহফুজ আলম

পিটার হাস যুক্তরাষ্ট্রেই, জানালেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার

ছাত্র-জনতার বিজয় উদযাপন

শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধে অভিযুক্তদের ছবি, বামপন্থীদের আপত্তিতে সরাল ঢাবি প্রশাসন

সম্পর্কিত