leadT1ad

সাজেকে ভারী বর্ষণে ভাঙল ৫ বসতঘর

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৫: ৪৯

রাঙামাটি প্রতিনিধি

ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বসতঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি পরিবার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ শনিবার (৩১ মে) সকালে সাড়ে ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের নিউ থাংনাং এলাকায় এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো রদিন ত্রিপুরা, দজেন ত্রিপুরা, অলি বসন ত্রিপুরা, রনিল কান্তি ত্রিপুরা ও মুহিন ত্রিপুরার পরিবার।

স্থানীয় যুবক নলেন কান্তি ত্রিপুরা জানান, শনিবার সকালে সাড়ে ৯টার দিকে প্রচুর বৃষ্টি ও বাতাসে আমাদের পাড়ার পাঁচটি পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে কারো বাড়ি ছাউনি ভেঙে পড়েছে, কারও পুরো বাড়ি ধসে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরে থাকা জিনিসপত্র, ধান নষ্ট হয়ে গেছে।

নলেন আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই গরিব জুমচাষি। অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি ভেঙে গেলো তাঁদের জন্য একটু সহযোগিতা দরকার।

এ দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, এ ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি। খোঁজখবর নিয়ে যতটুকু পারা যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের ঘরগুলো মূলত বাঁশ দিয়ে মাচাং করে তৈরি করেন, যার কারণে এই ঘটনা ঘটতে পারে।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত