leadT1ad

দিনমজুরি ছেড়ে ঘাস চাষে স্বাবলম্বী লালমনিরহাটের কাজল মিয়া

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ২২: ০১

ঘাস বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নওদাবাস গ্রামের বাসিন্দা কাজল মিয়া (৩৬)। পরিত্যক্ত জমিতে উন্নত জাতের ঘাস চাষ করে লাভের মুখ দেখেছেন তিনি।  

বাসসের এক প্রতিবেদনে কাজল জানান, তিনি প্রতিদিন সকালে ঘাস কেটে সদরের বড়বাড়ী বাজারে নিয়ে যান। সেখানে কৃষক, গৃহস্থ, গরুর খামারিসহ বিভিন্ন পেশার মানুষ তাঁর থেকে ঘাস কেনেন। প্রতিটি ঘাসের আঁটি আকার অনুযায়ী ১০ থেকে ২০ টাকা দামে বিক্রি হয়। রোজ ১২০০ থেকে ১৫০০ টাকার ঘাস বিক্রি হয়, যা থেকে মাসে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা আয় হয় তাঁর।

তিনি আরও জানান, আগে দিনমজুরি করে যা আয় হতো, তা দিয়ে সংসার চালানো কষ্টকর ছিল। তবে বর্তমানে ছয় সদস্যের সংসার তাঁর আয়েই চলছে। ঘাস চাষের পাশাপাশি কয়েকটি গরুও পালন করেন তিনি।

খামারি জলিল হোসেন (৫৪) বলেন, বাজারে অনেকেই ঘাস বিক্রি করেন, তাঁদের মধ্যে কাজল একজন। এখানে তুলনামূলক কম দামে ঘাস পাওয়া যায়। গরুর খাবার হিসেবে এটি বেশ দরকারি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইখুল আরিফিন জানান, বর্ষার সময় গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়। তখন এই ঘাস কাজে লাগে। ঘাস চাষে আগ্রহীদের আমরা সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি।  

Ad 300x250

৩২ নম্বরে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব

জুলাই সনদ কিছুটা পরিমার্জিত হয়েছে, সেজন‍্য আমরা সন্তুষ্ট: মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু

জুলাই সনদকে ঐকমতের দলিল বলা যাবে না: রুহিন হোসেন প্রিন্স

আর কেউ নিয়ে যাক না যাক, সনদকে আমরা জনগণের কাছে নিয়ে যাব: আমির খসরু মাহমুদ চৌধুরী

আমাদের অবস্থান হলো এলএফওর অধীনে নির্বাচন: নাহিদ ইসলাম

সম্পর্কিত