আজ ও আগামীকাল বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে পার্সেইড উল্কাবৃষ্টি। এই উল্কাবৃষ্টি নিয়ে সরগরম চারপাশের আড্ডা-আলোচনা৷ তবে অনেকেই জানেন না উল্কাবৃষ্টি কী, এটি কেন ঘটে। স্ট্রিম এক্সপ্লেইনারে আজ জানবো উল্কাবৃষ্টির আদ্যোপান্ত।