নিউইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। আলোচনা হচ্ছে, একজন সমাজতন্ত্রী রাজনীতিক কীভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র পদে প্রার্থী হলেন। আজকের এক্সপ্লেইনারে জানব, জোহরান মামদানি কে? কেন তাকে পাগল বলেছে ট্রাম্প আর কী তার পাগলামি।
জোহরান মামদানির জয়পরবর্তী ইসলামোফোবিয়ার মাত্রা উদ্বেগজনক। মার্কিন নেতারা ও মিডিয়া তাঁকে ইসলামি সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এই ঘটনা কি আমেরিকার ধর্মীয় ও জাতিগত বিদ্বেষের প্রকৃত ছবি তুলে ধরে?
শিয়া মুসলিম ও ফিলিস্তিনপন্থী প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্কে ডেমোক্র্যাট পার্টির মেয়র টিকিট জিতে ইতিহাস গড়েছেন। কুয়োমোর মতো প্রবল প্রতিদ্বন্দ্বীকে তিনি যেমন হারিয়েছেন, তেমনই ইহুদি ভোটারদের আস্থা অর্জন করেছেন। ডায়াসপোরার ভালোবাসা নিয়ে তিনি কি হয়ে উঠছেন ভবিষ্যতের মার্কিন রাজনীতির নতুন মুখ?