leadT1ad

উত্তরায়–বিমান–বিধ্বস্ত /মৃত্যুর সংখ্যা নিয়ে যে ব্যাখ্যা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

স্ট্রিম মাল্টিমিডিয়াঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৭: ৩৮
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯: ৩৬

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ৬৯ জন এখনও চিকিৎসাধীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, মারা গেছে ২৯ জন। অবশ্য আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমও উপস্থিত ছিলেন।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যের ব্যাপারে সায়েদুর রহমান বলেন, আইএসপিআরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুইজনের মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তবে হাসপাতাল থেকে এটি মুখে বলা হয়েছে। রেকর্ডে এ তথ্য নেই। তারা স্পট ডেথ ছিল। পরে পরিবার এসে তাদের লাশ নিয়ে যায়।

তিনি আরও বলেন, 'সিএমএইচে আমরা ১৫ জনের কথা বলেছি। তবে আইএসপিআর ১৬ জনের কথা বলেছেন। রোগীরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। সেকারণে তথ্যে কিছুটা কমবেশি হচ্ছে। আমরা সমন্বয় করার চেষ্টা করছি।'

তিনি বলেন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। লুবানাতে ১৩ জনের মতো। সেসব হাসপাতালে এখন তেমন কোনো রোগী ভর্তি নেই।

তিনি বলেন, আমাদের এখানে ইতোমধ্যে মাল্টিডিসিপ্লিনারি টিম ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএমইউ) সব প্রতিষ্ঠানে ৮টি ডিসিপ্লিনে একটি টিম অপারেট করছে। আমাদের সঙ্গে সিঙ্গাপুরের যে হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর করা আছে, ইতোমধ্যে তাদের কেস পাঠানো হয়েছে। তাদের একজন কনসালটেন্ট এবং দুজন নার্স আজ রাত ১১টা থেকে ১২টার মধ্যে এসে পৌঁছাবেন। আমরা আশা করি আগামীকাল তারা যোগ দিতে পারবেন৷

তিনি আরও বলেন, এই হাসপাতালে যারা ভর্তি আছেন, তাদের মধ্যে দুজনকে আমরা কেবিনে নিয়ে যেতে পেরেছি। এছাড়া মাল্টিডিসিপ্লিনারি মূল্যায়নে ১০জনকে শঙ্কামুক্ত বলে আমি মনে করি। এছাড়া ৩০ জন মাঝামাঝি অবস্থায় আছে। তারমধ্যে ১০ জন শঙ্কায় রয়েছে। এখানে মাইলস্টোনের দুজন শিক্ষক মৃত্যুবরণ করেছে। এর মধ্যে একজনের পেশা আমরা আগে থেকে নিশ্চিত করতে পারিনি।

তিনি বলেন, এখানে এখন ৭০ থেকে ৮০ ধরনের ওষুধ প্রয়োজন, যা সংগ্রহ করা আছে৷ ৭২ ঘণ্টার প্রস্তুতি আমাদের আছে। সিঙ্গাপুর থেকে যারা আসবেন, তারাও যন্ত্রপাতি নিয়ে আসবেন। যদি কোনোকিছুর প্রয়োজন পড়ে, তাহলে আমরা সরকার থেকে ব্যবস্থা করব।

তিনি বলেন, এখানে সংখ্যার পীড়াপীড়ি নেই। হাসপাতালে ৬৯ জন ভর্তি আছে। ঢাকা মেডিকেল থেকে তিনজনকে এখানে আনা হয়েছে। সিএমএইচ থেকে তিনজন আসার ব্যাপার সুপারিশ করা হয়েছে।

Ad 300x250

ঐক্যবদ্ধ থাকতে হবে, সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে: তারেক রহমান

ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক শেষে আসিফ নজরুল

চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ: সাম্প্রতিক বিষয় ও আগামীর পথচলা নিয়ে আলোচনা

চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হতে পারলেন দুই উপদেষ্টা

সম্পর্কিত