leadT1ad

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

রাজশাহী নগরের ডাবতলা এলাকার এই ভবনের পাঁচতলায় ভাড়া থাকেন বিচারক আব্দুর রহমান। হামলার পর পুলিশ বাসাটি ঘিরে রেখেছে। সংগৃহীত ছবি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় বিচারকের স্ত্রী এবং হামলাকারী যুবকও গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ‘স্পার্ক ভিউ’ নামের একটি দশতলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম তাওসিফ রহমান সুমন (১৬)। সে নবম শ্রেণির ছাত্র ছিল। ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলায় গুরুতর আহত সুমনের মা তাসমিন নাহার এবং হামলাকারী যুবককেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, হামলাকারী যুবক নিজেকে বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। ভবনে ঢোকার সময় দারোয়ানের কাছে থাকা রেজিস্ট্রার খাতায় তিনি নিজের নাম ‘লিমন’ লেখেন এবং একটি মোবাইল ফোন নম্বর দেন। তাঁর হাতে একটি ব্যাগ ছিল।

দারোয়ান জানান, দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাঁকে এসে জানায় যে, বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে ভবনের অন্য বাসিন্দারা ছুটে আসেন। তারা ফ্ল্যাটের ভেতরে তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে সে একজন চালক। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ কমিশনার আরও বলেন, ‘কেন এই নৃশংস ঘটনা ঘটানো হলো, তা এখনো বিস্তারিত জানা যায়নি। হামলাকারী সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

Ad 300x250

সম্পর্কিত