স্ট্রিম প্রতিবেদক

সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতনতা এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় ‘ট্রেনিং অন ভেরিফিকেশন টুলস, এআই অ্যান্ড ইনফরমেশন ইন্টিগ্রিটি ফর সিনিয়র জার্নালিস্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবি এবং ইউনেস্কো বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালাটি পিআইবির কনফারেন্স কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সাংবাদিকতায় দায়িত্বশীলতা, তথ্য যাচাই ও ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের তথ্য যাচাইয়ের আধুনিক টুল সম্পর্কে দক্ষ করে তোলা, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া এবং গণমাধ্যমে তথ্যের অখণ্ডতা ও নৈতিকতা আরও জোরদার করা।
প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন সিনিয়র মিডিয়া ও কমিউনিকেশন বিশেষজ্ঞ আনাস বেনদ্রিফ। তিনি সাংবাদিকতায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কনটেন্ট যাচাই এবং এআই ব্যবহারের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় তিনি সংবাদ, ছবি ও অনলাইন কনটেন্ট যাচাইয়ের বিভিন্ন ব্যবহারিক টুল প্রদর্শন করেন এবং অনলাইনে কোনো তথ্য শেয়ার বা সংবাদ প্রকাশের আগে উৎস ও সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্যের অখণ্ডতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতনতা এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় ‘ট্রেনিং অন ভেরিফিকেশন টুলস, এআই অ্যান্ড ইনফরমেশন ইন্টিগ্রিটি ফর সিনিয়র জার্নালিস্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবি এবং ইউনেস্কো বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালাটি পিআইবির কনফারেন্স কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সাংবাদিকতায় দায়িত্বশীলতা, তথ্য যাচাই ও ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের তথ্য যাচাইয়ের আধুনিক টুল সম্পর্কে দক্ষ করে তোলা, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া এবং গণমাধ্যমে তথ্যের অখণ্ডতা ও নৈতিকতা আরও জোরদার করা।
প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন সিনিয়র মিডিয়া ও কমিউনিকেশন বিশেষজ্ঞ আনাস বেনদ্রিফ। তিনি সাংবাদিকতায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কনটেন্ট যাচাই এবং এআই ব্যবহারের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় তিনি সংবাদ, ছবি ও অনলাইন কনটেন্ট যাচাইয়ের বিভিন্ন ব্যবহারিক টুল প্রদর্শন করেন এবং অনলাইনে কোনো তথ্য শেয়ার বা সংবাদ প্রকাশের আগে উৎস ও সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্যের অখণ্ডতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
৩৬ মিনিট আগে
প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।
১ ঘণ্টা আগে
বিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে