leadT1ad

৩১০ মাইক, ৬ হাজার স্বেচ্ছাসেবী আর কী থাকছে জামায়াতের সমাবেশে

মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০: ১৯
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৪: ২২
প্রস্তুত জামায়াতে ইসলামীর সভামঞ্চ। ছবি: জামায়াতের অফিশিয়াল ফেসবুক

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন। এটি স্মরণকালের সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে বলে জানিয়েছে জামায়াত।

আজ ১৯ জুলাই শনিবার বেলা দুইটায় শুরু হবে মূল সমাবেশ। তবে সকাল ১০টা থেকেই থাকবে নানা আয়োজন।

গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সমাবেশের বিস্তারিত তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, সমাবেশকে সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখতে ৬ হাজার স্বেচ্ছাসেবক, সমাবেশস্থলে ১৫টি মেডিকেল বুথ ও বিভিন্ন জেলা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য ১৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নে জামায়াত আটটি উপকমিটি গঠন করেছে। উপকমিটিগুলোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এই সমাবেশ।

সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে গৃহীত পদক্ষেপ সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বেলা দুইটায় মূল সমাবেশ শুরু হবে। তবে জামায়াতের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। মূল সমাবেশে উপস্থিত থাকবেন বিভিন্ন ইসলামি দল ও রাজনৈতিক দলের নেতারা, জুলাই শহীদ পরিবারের সদস্যরা ও জুলাইয়ে আহত ব্যক্তিরা।

সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য দুর্ভোগের জন্য সংবাদ সম্মেলন থেকে নগরবাসীর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করে দলটি। দুর্ভোগের বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তারা নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত