leadT1ad

বৃষ্টিতে ভিজতে ভিজতে হাবিব মোল্লা বললেন, ‘নাহিদের বক্তব্য তো সব সময় শুনতে পাব না’

আবদুল্লাহ কাফিপিরোজপুর থেকে
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৮: ৪৯
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৯: ০১
বৃষ্টিতে ভিজে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। স্ট্রিম ছবি

সকাল থেকেই আকাশ মেঘলা। চারদিকে ভ্যাপসা গরম। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। এমন পরিবেশে সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে বসে আছেন চানু হাওলাদার৷ তিনি এসেছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে৷ মাথায় বেঁধেছেন বাংলাদেশের পতাকা৷

চানু হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায়, পেশায় তিনি কৃষক৷ ধান ও সবজির চাষ করেন। পাশাপাশি রয়েছে সুপারি বাগান৷ তিনি এসেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম, সারজিস আলমদের বক্তব্য শুনতে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে, আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বৃষ্টি হবে দেশের বিভিন্ন এলাকায়৷ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস মেনে বৃষ্টিও শুরু হলো দুপুর নাগাদ। ঘড়ির কাঁটাতে তখন দুপুর ১২টা। পিরোজপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সভা শুরু করতেই আকাশ ভেঙে নামে বৃষ্টি৷ পাঁচ মিনিটের মধ্যে ভেসে যায় শহীদ মিনার প্রাঙ্গণ৷ ভারী বৃষ্টিতে ছোট হয়ে আসে পথসভার সময়৷ বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম৷

বৃষ্টিতে ভিজে নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলেন রফিকুল ইসলাম৷ পেশায় রিকশা চালক রফিক এসেছেন জেলার নাজিরপুর থেকে৷ তিনি স্ট্রিমকে বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমি ঢাকায় ছিলাম৷ তখন অনেক রিকশাওয়ালার মতো আমিও আন্দোলনে শরিক হই৷ স্লোগান দেই৷ কিন্তু তখন এই নেতাদের তেমন চিনতাম না৷ সামনাসামনি দেখি নাই কখনো৷ কয়েকদিন আগে বাড়ি এসে শুনি, ওরা আমার জেলায় আসতেছে৷ তাই ঢাকা না গিয়া এখানে এলাম৷’

ছাতা নেই তাই ব্যানার মাথার ওপর ধরে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন৷ তাঁদের মধ্যে একজন হাবিব মোল্লা৷ তিনি পিরোজপুর সদরের বাসিন্দা৷ বৃষ্টিতে অনেকে চলে গেলেও আপনি যাননি কেন, এমন প্রশ্নে স্ট্রিমকে বলেন, ‘আমার সঙ্গে আরো অনেকে ছিল৷ বৃষ্টিতে আশপাশের চা দোকানে আশ্রয় নিয়েছে হয়তো৷ আমি যাই নাই৷ কারণ, নাহিদের বক্তব্য তো সব সময় শুনতে পাব না৷’

অন্যদিকে বৃষ্টির মধ্যে পথসভায় অংশগ্রহণ করা জনতাকে ধন্যবাদ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম৷ তিনি বলেন, ‘এই বৈরী আবহাওয়াতেও যারা উপস্থিত হয়েছেন, যারা দূর থেকে শুনছেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত ও শুভেচ্ছা৷ বৈরী আবহাওয়ায় কর্মসূচি দীর্ঘ করব না৷ শুধু যে কথাগুলো বলা দরকার, সেগুলো বলব৷’

নাহিদ বলেন, ‘আমরা আপনাদের কাছে এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে৷ শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান নিয়ে৷ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে৷ আমরা প্রত্যেক জেলায় যাব৷ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনাদের সঙ্গে থাকব৷’

উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি৷ পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে। চলবে ২৯ জুলাই পর্যন্ত।

বিষয়:

এনসিপি
Ad 300x250

সম্পর্কিত