.png)

স্ট্রিম প্রতিবেদক

এখন গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি জরুরি এবং কথিত গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
এ সময় তারেক রহমান বলেন, 'আলুচাষিরা এবার আশঙ্কা করছেন ৩ হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে। উৎপাদিত আলু বিক্রি করে অর্ধেক খরচও উঠছে না। আমরা দেখি যে, দু-একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত গণভোট যদি করতে হয়, তাহলে তিন হাজার কোটি টাকা খরচ হবে। এই গণভোটের চেয়ে আলুচাষিদের লোকসান কমানো বেশি জরুরি।'
তারেক রহমান আরও বলেন, 'দেশে সুষ্ঠুভাবে পেঁয়াজ সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। ফলে আমাদেরকে প্রতিবছর পেঁয়াজের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট করার চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, তাহলে সেটি কৃষকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে।'
জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 'দুই কোটির অধিক সংখ্যক নারী যদি আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টা কাজ করতে বাধ্য হন, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকাটা কে দেবে? নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য চাকরিদাতাদের উৎসাহিত করা হচ্ছে না?'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, 'দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়ই আমাদের চোখে পড়ে। টিভির টকশো খুললেই এ ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি। দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচজনের মধ্যে একজন বেকার। গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কমপক্ষে তিন শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজা মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।'
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হসেন, ড. মঈন খান, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেজর হাফিজ (অব.) প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. মামুন আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ।

এখন গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি জরুরি এবং কথিত গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
এ সময় তারেক রহমান বলেন, 'আলুচাষিরা এবার আশঙ্কা করছেন ৩ হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে। উৎপাদিত আলু বিক্রি করে অর্ধেক খরচও উঠছে না। আমরা দেখি যে, দু-একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত গণভোট যদি করতে হয়, তাহলে তিন হাজার কোটি টাকা খরচ হবে। এই গণভোটের চেয়ে আলুচাষিদের লোকসান কমানো বেশি জরুরি।'
তারেক রহমান আরও বলেন, 'দেশে সুষ্ঠুভাবে পেঁয়াজ সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। ফলে আমাদেরকে প্রতিবছর পেঁয়াজের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট করার চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, তাহলে সেটি কৃষকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে।'
জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 'দুই কোটির অধিক সংখ্যক নারী যদি আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টা কাজ করতে বাধ্য হন, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকাটা কে দেবে? নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য চাকরিদাতাদের উৎসাহিত করা হচ্ছে না?'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, 'দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়ই আমাদের চোখে পড়ে। টিভির টকশো খুললেই এ ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি। দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচজনের মধ্যে একজন বেকার। গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কমপক্ষে তিন শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজা মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।'
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হসেন, ড. মঈন খান, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেজর হাফিজ (অব.) প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. মামুন আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ।
.png)

মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে আলোচিত ব্যবসায়ী কামাল জামান মোল্লাকে গত ৩ নভেম্বর মনোনয়ন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে একদিন পরই এই মনোনয়ন স্থগিত করে দলটি। এরপর ‘কেঁচো খুড়তে সাপ’ বের হওয়ার মতো সামনে এসেছে কামাল জামানের নানা কেচ্ছা।
৩ ঘণ্টা আগে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি ঢাকা-১৮ (উত্তরখান, খিলক্ষেত, তুরাগ, দক্ষিণখান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম তুলেছেন।
৫ ঘণ্টা আগে