.png)

স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট গঠনের আলোচনার মধ্যেই উচ্চকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব রাখতে আগামী সংসদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে ভাষণের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটির সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল। এটি অনিশ্চিত করে তুলেছিল জাতীয় নির্বাচনকে। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকটা কেটেছে। সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’
ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি। গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, দলগুলোর শুধু নিজেদের মার্কা বা প্রতীকের বিষয়ে ভোট চাইলে হবে না বরং জুলাই সনদের ব্যাপারেও প্রচার করতে হবে। জনগণকে বুঝাতে হবে হ্যাঁ-তে ভোট দিলে কী সুবিধা আছে, দেশের কী কী উন্নয়ন হতে পারে। তিনি বলেন, ‘এই গণভোটে উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব)-এর কথা আছে। আর এ থেকেই আমরা (গণঅধিকার পরিষদ) সিদ্ধান্ত নিয়েছি ৩০০ আসনে প্রার্থী দেবো।’
এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ৩০০ আসনে আমাদের প্রার্থীদের মধ্যে যদি ১০০ আসনে আমরা ৫০ হাজার করে ভোট পাই তাহলে ৫০ লাখ ভোট হয়। যদি আরো ১০০ আসনে ২০ হাজার করে ভোট পাই তাহলে ২০ লাখ ভোট হয়। আর যদি সেগুলোতে ১০ হাজার করে ভোট পাই ভোট হয় ১০ লাখ। তাহলে মোট দাঁড়ায় অন্তত ৮০ লাখ বা ১ কোটি পর্যন্ত ভোট পেতে পারি। ৮০% ভোট যদি কাস্টিং দেখি তবে ১০ কোটি ভোট হবে। তাহলে আমরা যদি একটি আসনও না পাই তবুও ১২-১৩ জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব থাকতে পারবে।
তাই আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশনের হিসেবে, বর্তমানে বাংলাদেশ ১২ কোটি ৭৬ লাখ ভোটার আছে। তার মানে ১০০% ভোট কাস্টিং হয়, তবে ১০০ আসনের উচ্চ কক্ষের ১টি আসনের জন্য নিদেনপক্ষে ১২ দশমিক ৭৬ লাখ ভোট পেতে হবে।
এক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, জোট গঠনের ব্যাপারে বেশ কিছু দলের সাথে তাদের আলোচনা হয়েছিলো। কারণ তারা মনে করেছিলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অংশীজনদের সাথে সমঝোতা করে নির্বাচন করলে তা ভবিষ্যতে অধিক স্থিতিশীলতা আনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্য হওয়ার কথা সেটাই হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বলয় দিয়ে জোট তৈরির চেষ্টা করছে। আমরা সে আলোচনা চালিয়ে যাবো সবাইকে নিয়ে নির্বাচনটা করার।
তিনি আরও বলেন, যেহেতু পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন ঠিক করা হবে তাই এই মুহুর্তে জোট করলে উচ্চকক্ষে যাওয়া নিয়ে নানা রকমের জটিলতা সৃষ্টি হবে। আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যেহেতু সারাদেশে আমাদের জনসমর্থন আছে। একটা ভোট ব্যাংক আছে। জনগণ যেহেতু পরিবর্তন চায়, তরুণদের চায়। তাই গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে।
সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’
বিএনপি-জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি তরুণদের সংগ্রামকে মুল্যায়ন করতে বলেন। এবং তরুণদের অবমূল্যায়ন করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। তাই এ বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট গঠনের আলোচনার মধ্যেই উচ্চকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব রাখতে আগামী সংসদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে ভাষণের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটির সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল। এটি অনিশ্চিত করে তুলেছিল জাতীয় নির্বাচনকে। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকটা কেটেছে। সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’
ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি। গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, দলগুলোর শুধু নিজেদের মার্কা বা প্রতীকের বিষয়ে ভোট চাইলে হবে না বরং জুলাই সনদের ব্যাপারেও প্রচার করতে হবে। জনগণকে বুঝাতে হবে হ্যাঁ-তে ভোট দিলে কী সুবিধা আছে, দেশের কী কী উন্নয়ন হতে পারে। তিনি বলেন, ‘এই গণভোটে উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব)-এর কথা আছে। আর এ থেকেই আমরা (গণঅধিকার পরিষদ) সিদ্ধান্ত নিয়েছি ৩০০ আসনে প্রার্থী দেবো।’
এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ৩০০ আসনে আমাদের প্রার্থীদের মধ্যে যদি ১০০ আসনে আমরা ৫০ হাজার করে ভোট পাই তাহলে ৫০ লাখ ভোট হয়। যদি আরো ১০০ আসনে ২০ হাজার করে ভোট পাই তাহলে ২০ লাখ ভোট হয়। আর যদি সেগুলোতে ১০ হাজার করে ভোট পাই ভোট হয় ১০ লাখ। তাহলে মোট দাঁড়ায় অন্তত ৮০ লাখ বা ১ কোটি পর্যন্ত ভোট পেতে পারি। ৮০% ভোট যদি কাস্টিং দেখি তবে ১০ কোটি ভোট হবে। তাহলে আমরা যদি একটি আসনও না পাই তবুও ১২-১৩ জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব থাকতে পারবে।
তাই আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশনের হিসেবে, বর্তমানে বাংলাদেশ ১২ কোটি ৭৬ লাখ ভোটার আছে। তার মানে ১০০% ভোট কাস্টিং হয়, তবে ১০০ আসনের উচ্চ কক্ষের ১টি আসনের জন্য নিদেনপক্ষে ১২ দশমিক ৭৬ লাখ ভোট পেতে হবে।
এক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, জোট গঠনের ব্যাপারে বেশ কিছু দলের সাথে তাদের আলোচনা হয়েছিলো। কারণ তারা মনে করেছিলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অংশীজনদের সাথে সমঝোতা করে নির্বাচন করলে তা ভবিষ্যতে অধিক স্থিতিশীলতা আনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্য হওয়ার কথা সেটাই হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বলয় দিয়ে জোট তৈরির চেষ্টা করছে। আমরা সে আলোচনা চালিয়ে যাবো সবাইকে নিয়ে নির্বাচনটা করার।
তিনি আরও বলেন, যেহেতু পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন ঠিক করা হবে তাই এই মুহুর্তে জোট করলে উচ্চকক্ষে যাওয়া নিয়ে নানা রকমের জটিলতা সৃষ্টি হবে। আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যেহেতু সারাদেশে আমাদের জনসমর্থন আছে। একটা ভোট ব্যাংক আছে। জনগণ যেহেতু পরিবর্তন চায়, তরুণদের চায়। তাই গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে।
সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’
বিএনপি-জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি তরুণদের সংগ্রামকে মুল্যায়ন করতে বলেন। এবং তরুণদের অবমূল্যায়ন করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। তাই এ বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
.png)

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ন্যূনতম জাতীয় ঐকমত্যই হবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি এবং দেশের পুনর্গঠন ও নতুন যাত্রাকে অবশ্যই ন্যায়বিচারের ওপর দাঁড়াতে হবে। এ কারণে তিনি ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে বিচার সংস্কার ও নির্বাচনের পথরেখাকে ফেব্রুয়ারির মধ্যে সফল ক
২ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সব ধরনের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে বিএনপির প্রেসক্রিপশনে এই আদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ফরম নেওয়া যাবে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
ভারত, পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় বক্তা এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতা এখন বাংলাদেশে। তাঁরা এসেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দিতে। এমন সময়ে তাঁদের আগমন ঘটেছে, যখন বাংলাদেশের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠে প্রভা
৮ ঘণ্টা আগে