.png)

স্ট্রিম সংবাদদাতা

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’
.png)

বিধি সংশোধন করে ৪৩ বিসিএসের নন-ক্যাডারদের মধ্যে পদ বিতরণ ও ২০২৩ সালের আইন সংশোধনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড় অবরোধ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি-প্রত্যাশীরা৷ রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণত যাত্রীরা৷
৬ ঘণ্টা আগে
নভেম্বরের শুরুতেই রাজধানী ঢাকায় নেমে এলো অপ্রত্যাশিত বৃষ্টি। বিকেলের দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ, এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দিনের শেষ বিকেলে যেন ফিরে এলো বর্ষার আমেজ। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৬ ঘণ্টা আগে
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য চার দফা প্রস্তাব তুলে ধরেছে ন্যাশনাল উলামা এলায়েন্স (এনইউএ)। প্রস্তাবের কেন্দ্রে রয়েছে গণভোটের মাধ্যমে সনদটির সাংবিধানিক বৈধতা প্রতিষ্ঠা করা।
৬ ঘণ্টা আগে
‘জুলাই জাতীয় সনদ’ সফলভাবে তৈরি এবং এর বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৭ ঘণ্টা আগে