leadT1ad

শব্দ, সুর ও স্মৃতির সংমিশ্রণ: আসছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে গীতি-উপন্যাস

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২৩: ০০
‘মায়ার সিংহাসন’ বইয়ের প্রচ্ছদ।

কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে তাঁকে নিয়ে লেখা গীতি-উপন্যাস ‘মায়ার সিংহাসন’। বইটি লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির এবং প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

বইটির মূল উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে এই মহান গায়িকার আবির্ভাব, সংগ্রাম এবং বিবর্তন। লেখকের মতে, ‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের এক দীর্ঘ যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভূতি, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব—এই সবকিছুকে উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

উপন্যাসটি প্রসঙ্গে লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, ‘যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি—যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।’

লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির
লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির

বইটি প্রসঙ্গে রুনা লায়লা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমার জন্য একটা বই লেখা হয়েছে। মুক্তাদির সম্ভবত আমার সবচেয়ে বড় ভক্ত। কারণ, সে আমার সব গান জানে, চেনে এবং খুঁজে খুঁজে বের করে। ও আমাকে উৎসর্গ করেছে, আমাকে নিয়ে লিখেছে। আপনারা পড়বেন। আশা করি ভালো লাগবে।’

প্রকাশনা সংস্থা চন্দ্রবিন্দু প্রকাশন জানায়, গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে এক অভিনব সংযোজন। শব্দ, সুর ও স্মৃতির সংলগ্নতায় এটি পাঠকদের নতুন এক সাহিত্যিক অভিজ্ঞতা উপহার দেবে।

১৬৮ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটি চন্দ্রবিন্দু, রকমারি, প্রথমা, বাতিঘরসহ দেশের বিভিন্ন প্রধান বইয়ের দোকানে পাওয়া যাবে।

বিষয়:

বই
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত