.png)

স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রেজাউল করিম লাভলু (৪৮), আব্দুল কাদের (৫৫) ও মোহাম্মদ রিফাত হোসেন (২২)।
শিবালয় থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পার্কিং করে রাখা বাসটি সাবেক মন্ত্রী মুন্নু মিয়ার নামে প্রতিষ্ঠিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মালিকানাধীন।
বাসটির মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তী সময়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতা ও অগ্নিসংযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক উদ্দেশ্য ও সংগঠিত পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে শিবালয়ের উথলী এলাকার সারমানো ফিলিং স্টেশনের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা স্কুলবাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

মানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রেজাউল করিম লাভলু (৪৮), আব্দুল কাদের (৫৫) ও মোহাম্মদ রিফাত হোসেন (২২)।
শিবালয় থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পার্কিং করে রাখা বাসটি সাবেক মন্ত্রী মুন্নু মিয়ার নামে প্রতিষ্ঠিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মালিকানাধীন।
বাসটির মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তী সময়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতা ও অগ্নিসংযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক উদ্দেশ্য ও সংগঠিত পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে শিবালয়ের উথলী এলাকার সারমানো ফিলিং স্টেশনের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা স্কুলবাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
.png)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারা যাওয়া বাসের চালক জুলহাস মিয়ার বাড়িতে বইছে শোকের ছায়া। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকজান এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের মা-বোন ও স্ত্রীর কান্না যেন থামছেই না।
৩ মিনিট আগে
আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ। যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করা হচ্ছে। কিছু যাত্রীর মুঠোফোনও ঘেটে দেখছেন পুলিশ সদস্যরা।
২৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় শতাব্দী নামের একটি চলামান বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের চালক, সহযোগী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ আহত হননি। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে সনি মোড়ের রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি দেশব্যাপী যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে বলেছেন, মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’
২ ঘণ্টা আগে