leadT1ad

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১: ৩৮
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তাঁরা জানান, সিএসসির এবারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক ভারত। এতে যোগ দিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে গত মাসে খলিলুর রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়।

খলিলুর রহমানের সফরটি দুই দিনব্যাপী হওয়ার কথা। ভারত মহাসাগর ঘিরে থাকা পাঁচ দেশের এই প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। এর বাইরে বাংলাদেশ ও ভারতেই দুই নিরাপত্তা উপদেষ্টা আলাদা কোনো বৈঠক করবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর এটা হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামের পূর্ণ সদস্যপদ লাভ করে। ফোরামের অন্য সদস্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাস।

মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদার করাই এই ফোরামের লক্ষ্য। ২০২৪ সালের আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলো শ্রীলঙ্কার রাজধানীতে একটি সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ ও সমঝোতা স্মারক সই করে। সিএসসি মূলত পাঁচটি ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেয়। সেগুলো হলো– সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা; সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ; মানব পাচার ও আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ দমন; সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তির সুরক্ষা এবং মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণসহায়তা।

Ad 300x250

সম্পর্কিত