স্ট্রিম ডেস্ক
ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনার মধ্যেই আজ ৭মে পাকিস্তানের ছয়টি স্থানে হামলা চালায় ভারত । জবাবে পাকিস্তানও পালটা হামলা করে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা জগতের তারকারাও।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান বলিউডেও সমানভাবে জনপ্রিয়। ভারত পাকিস্তানের সম্পর্ক শীতল হয়ে ওঠার পর থেকে তাঁকে বলিউডের সিনেমায় পাওয়া যায়নি। তবে বলিউডে তাঁর ফিরে আসার কথা শোনা গিয়েছিল ‘আবির গুলাল’ সিনেমার ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু পহেলগাম হামলার পরে এই সিনেমার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
ফাওয়াদ তাঁর ইন্সটাগ্রামে লেখেন, ‘আমি নিহতদের আত্মার শান্তি এবং তাঁদের পরিবারকে শক্ত থাকার জন্য দোয়া করছি।’ এই অভিনেতা আরো বলেন, ‘মানুষজন যেন উসকানিমূলক কথাবার্তা বন্ধ করে। এসবের চেয়ে নিরীহ মানুষের জীবন দামি’।
মাহিরা খান আরেকজন অভিনেত্রী যিনি পাকিস্তান থেকে বলিউডে অভিনয় করেছেন। ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে তাঁর বলিউডে অভিষেক ঘটেছিল। ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘নিজের কণ্ঠ ব্যবহার করতে জানি আমি। আমাদের দেশে যখন অন্যায় হয়, তখন তার প্রতিবাদ করি। যেখানেই সহিংসতা হয়, তার নিন্দা করি, এমনকি যখন আমার দেশ পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দোষারোপ করা হয়’।
এ ছাড়াও তিনি লেখক ও মানবাধিকারকর্মী ফাতিমা ভুট্টোর একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে ভারতকে ‘দুষ্কৃতিকারী’ ও ভারতের হামলাকে ‘কাপুরুষের কাজ’ হিসেবে বলা হয়েছে।
মাহিরা আরো বলেন, ‘ভারত, তোমাদের যুদ্ধ ও ঘৃণার বক্তব্য বহু বছর ধরে চলছে। আমি তা নিজের চোখে দেখেছি ও অনুভব করেছি। তোমাদের মিডিয়া বিভাজনের আগুনে ঘি ঢালে। তোমাদের সবচেয়ে ক্ষমতাধর কণ্ঠস্বরগুলো গণহত্যা ও যুদ্ধাপরাধের মুখোমুখি হলে চুপ করে থাকে—কোনো আইনের কারণে নয়, ভয়ের কারণে! আর সেই ভয়ের মধ্যেই তোমরা বিজয়ের দাবি করো।’ শান্তি কামনা করে তিনি বলেন, ‘এমন নিষ্ঠুর প্ররোচনার পরেও পাকিস্তান যেন ভারতের মতো নীচ আচরণ থেকে বিরত থাকে।’
ভারতে বিপুল ফ্যান-ফলোয়ার থাকা হানিয়া আমির এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছেন।
আরেক তারকা ওসমান খালিদ বাট একজন ভারতীয় নাগরিকের এক্সের (প্রাক্তন টুইটার) একটি পোস্ট পুনরায় শেয়ার করেন যেখানে লেখা ছিল, ‘আগামীকাল সকালে: পাকিস্তানিরা ধ্বংসস্তূপের নিচে তাঁদের শিশুদের দেখিয়ে গাজার মতো ভিকটিম কার্ড খেলবে।’ উত্তরে বাট লেখেন, ‘জায়োনিস্ট আর হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা একই সুতায় গাঁথা।’
বলিউডের বক্স অফিসের রেকর্ড ভাঙা সিনেমা ‘সনম তেরি কসম’-এর নায়িকা মাওরা হোসেন ভারতের ‘কাপুরুষোচিত’ হামলার নিন্দা জানিয়ে বলেন এতে কেবল নিরীহ মানুষই মরছে। তিনি মানুষের বিবেক জেগে ওঠার প্রার্থনা করেন।
গায়িকা শেই গিল হামলার খবরে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘আমার সব ভাই ও বোনদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আমাদের রক্ষা করুন।’
পাকিস্তানের তারকারা যখন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন, ভারতে এর ঠিক বিপরীত চিত্র।
‘প্রোপাগান্ডা’ সিনেমা হিসেবে খ্যাত ‘দ্য কাশ্মীর ফাইলস’র পরিচালক বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’র সাফল্য উদযাপন করে এক্সে লিখেছেন ‘জয় হিন্দ’।
প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ‘অপারেশন সিঁঁদুর’র পোস্টার শেয়ার করে এক্সে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’।
আরেক অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘অপারেশন সিন্দুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট। আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা।’ পরিচালক মধুর ভান্ডারকর পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে, ভারত যেকোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারত মায়ের জয়।’
বিজেপির এমপি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ওরা বলেছিল, “মোদীকে জানিয়ে দিও”। আর মোদী তাঁদের ভালোভাবেই জানিয়ে দিয়েছে।’
হ্যাশট্যাগ অপারেশন সিঁদুর দিয়ে ধন্যবাদজ্ঞাপক পোস্ট দিয়েছেন ভিকি কৌশল, কাজল, আল্লু অর্জুনসহ বলিউডের আরো অনেক প্রথম সারির অভিনেতা।
ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনার মধ্যেই আজ ৭মে পাকিস্তানের ছয়টি স্থানে হামলা চালায় ভারত । জবাবে পাকিস্তানও পালটা হামলা করে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন দুই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা জগতের তারকারাও।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান বলিউডেও সমানভাবে জনপ্রিয়। ভারত পাকিস্তানের সম্পর্ক শীতল হয়ে ওঠার পর থেকে তাঁকে বলিউডের সিনেমায় পাওয়া যায়নি। তবে বলিউডে তাঁর ফিরে আসার কথা শোনা গিয়েছিল ‘আবির গুলাল’ সিনেমার ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু পহেলগাম হামলার পরে এই সিনেমার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
ফাওয়াদ তাঁর ইন্সটাগ্রামে লেখেন, ‘আমি নিহতদের আত্মার শান্তি এবং তাঁদের পরিবারকে শক্ত থাকার জন্য দোয়া করছি।’ এই অভিনেতা আরো বলেন, ‘মানুষজন যেন উসকানিমূলক কথাবার্তা বন্ধ করে। এসবের চেয়ে নিরীহ মানুষের জীবন দামি’।
মাহিরা খান আরেকজন অভিনেত্রী যিনি পাকিস্তান থেকে বলিউডে অভিনয় করেছেন। ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে তাঁর বলিউডে অভিষেক ঘটেছিল। ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘নিজের কণ্ঠ ব্যবহার করতে জানি আমি। আমাদের দেশে যখন অন্যায় হয়, তখন তার প্রতিবাদ করি। যেখানেই সহিংসতা হয়, তার নিন্দা করি, এমনকি যখন আমার দেশ পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দোষারোপ করা হয়’।
এ ছাড়াও তিনি লেখক ও মানবাধিকারকর্মী ফাতিমা ভুট্টোর একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে ভারতকে ‘দুষ্কৃতিকারী’ ও ভারতের হামলাকে ‘কাপুরুষের কাজ’ হিসেবে বলা হয়েছে।
মাহিরা আরো বলেন, ‘ভারত, তোমাদের যুদ্ধ ও ঘৃণার বক্তব্য বহু বছর ধরে চলছে। আমি তা নিজের চোখে দেখেছি ও অনুভব করেছি। তোমাদের মিডিয়া বিভাজনের আগুনে ঘি ঢালে। তোমাদের সবচেয়ে ক্ষমতাধর কণ্ঠস্বরগুলো গণহত্যা ও যুদ্ধাপরাধের মুখোমুখি হলে চুপ করে থাকে—কোনো আইনের কারণে নয়, ভয়ের কারণে! আর সেই ভয়ের মধ্যেই তোমরা বিজয়ের দাবি করো।’ শান্তি কামনা করে তিনি বলেন, ‘এমন নিষ্ঠুর প্ররোচনার পরেও পাকিস্তান যেন ভারতের মতো নীচ আচরণ থেকে বিরত থাকে।’
ভারতে বিপুল ফ্যান-ফলোয়ার থাকা হানিয়া আমির এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছেন।
আরেক তারকা ওসমান খালিদ বাট একজন ভারতীয় নাগরিকের এক্সের (প্রাক্তন টুইটার) একটি পোস্ট পুনরায় শেয়ার করেন যেখানে লেখা ছিল, ‘আগামীকাল সকালে: পাকিস্তানিরা ধ্বংসস্তূপের নিচে তাঁদের শিশুদের দেখিয়ে গাজার মতো ভিকটিম কার্ড খেলবে।’ উত্তরে বাট লেখেন, ‘জায়োনিস্ট আর হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা একই সুতায় গাঁথা।’
বলিউডের বক্স অফিসের রেকর্ড ভাঙা সিনেমা ‘সনম তেরি কসম’-এর নায়িকা মাওরা হোসেন ভারতের ‘কাপুরুষোচিত’ হামলার নিন্দা জানিয়ে বলেন এতে কেবল নিরীহ মানুষই মরছে। তিনি মানুষের বিবেক জেগে ওঠার প্রার্থনা করেন।
গায়িকা শেই গিল হামলার খবরে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘আমার সব ভাই ও বোনদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আমাদের রক্ষা করুন।’
পাকিস্তানের তারকারা যখন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন, ভারতে এর ঠিক বিপরীত চিত্র।
‘প্রোপাগান্ডা’ সিনেমা হিসেবে খ্যাত ‘দ্য কাশ্মীর ফাইলস’র পরিচালক বিবেক অগ্নিহোত্রী ‘অপারেশন সিঁদুর’র সাফল্য উদযাপন করে এক্সে লিখেছেন ‘জয় হিন্দ’।
প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ‘অপারেশন সিঁঁদুর’র পোস্টার শেয়ার করে এক্সে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’।
আরেক অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘অপারেশন সিন্দুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট। আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা।’ পরিচালক মধুর ভান্ডারকর পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে, ভারত যেকোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারত মায়ের জয়।’
বিজেপির এমপি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ওরা বলেছিল, “মোদীকে জানিয়ে দিও”। আর মোদী তাঁদের ভালোভাবেই জানিয়ে দিয়েছে।’
হ্যাশট্যাগ অপারেশন সিঁদুর দিয়ে ধন্যবাদজ্ঞাপক পোস্ট দিয়েছেন ভিকি কৌশল, কাজল, আল্লু অর্জুনসহ বলিউডের আরো অনেক প্রথম সারির অভিনেতা।
সাধারণত কোনো দেশের বাজেট প্রস্তাব হয়ে থাকে দেশটির সংসদেই। তবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ ব্যবস্থা কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বেলা ৩টায় উপস্থাপন করেছেন২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেট
০৬ জুন ২০২৫প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মামলায় অবশেষে চূড়ান্ত রায় দিয়েছেন দেশের উচ্চ আদালত। বহুল আলোচিত এই মামলায় হাইকোর্টের রায়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক
০৬ জুন ২০২৫সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় জামায়েতে ইসলামকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিয়েছে। ফলে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক-দাঁড়িপাল্লা পুনর্বহাল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
০৬ জুন ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হচ্ছে। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে , জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩১টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।
০৬ জুন ২০২৫