leadT1ad

যুদ্ধবিরতিতেও চলছে ইসরায়েলি হামলা, গাজায় এক মাসে নিহত ২৬০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরেও হামলা ও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি: এক্স থেকে নেওয়া

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরেও ইসরায়েলি বর্বরতায় গত এক মাসে ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও ৬৩২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরান প্রেসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালানো হয়।

অধিকৃত পশ্চিম তীরেও হামলা ও অভিযান অব্যাহত রয়েছে। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে ইসরায়েলি গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে। আনতাবা শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমেও অভিযানের সময় গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। সংগঠনটি জানিয়েছে, যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে তারা কাজ করছে।

গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স আসন্ন শীতের ঝড়ের কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছে। তারা জানায়, তাঁবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত