দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলার সদরে অবস্থিত বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত হবে। কোনো শ্রেণি বা শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদাসংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না বলে জানিয়েছে মাউশি।
আজ বুধবার (১২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক ইউনুছ ফারুকী স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউনুছ ফারুকী জানান, ‘এরমধ্যে আমরা একটি সিডিউল প্রস্তুত করেছি। আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তবে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২১ নভেম্বর থেকে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।’
তিনি বলেন, বিদ্যালয়গুলোর সঙ্গে সংযুক্ত প্রাথমিক স্তরসহ প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শূন্য আসনসহ অন্যান্য তথ্য ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত লিংকে প্রবেশ করে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে মাউশি।
গত মঙ্গলবার মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা চিঠিতে এসব তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের পাঁচ দফা নির্দেশনাও দেওয়া হয়। সেগুলো হলো— শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে; কোনো শ্রেণি বা শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদাসংখ্যা কোনভাবেই ৫৫ (পঞ্চান্ন) জনের বেশি প্রদান করা যাবে না; অনলাইন তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানেরা প্রতিষ্ঠানসংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন; অনলাইন তথ্য ফরমের ব্যাংকসংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানেরা অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোনো প্রকার এনালগ নম্বর প্রদান করা যাবে না এবং রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।