leadT1ad

বাজেটের আকার কমলেও টাকার অঙ্কে বড় পরিবর্তন হবে না: অর্থ উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৬: ৩২
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সংশোধন করে আকার কমানো হলেও টাকার অঙ্কে খুব বেশি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি উল্লেখ করেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত সমস্যা দেখা দেওয়ায় এই সংশোধনের প্রয়োজন হচ্ছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাজেট ঘোষণার সময় বাস্তবসম্মত বলা হলেও এখন কেন কমিয়ে আনা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ওই সময়ের প্রেক্ষাপটে বাজেটটি বাস্তবসম্মত ছিল। কিন্তু বাজেট বাস্তবায়নে গিয়ে নানা রকম বিষয় সামনে আসে। তিনি অর্থায়ন এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেটে খুব বড় কোনো পরিবর্তন আনা হবে না। আমরা প্রবৃদ্ধির হার কিছুটা কমিয়েছি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছি। এই দুটি প্রধান পরিবর্তন ছাড়া বাকিগুলোতে টাকার অঙ্কে তেমন হেরফের হবে না।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পেট্রোবাংলার কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া আদায়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, তা জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, বিষয়টি তাঁরা দেখছেন। তিনি বলেন, ‘তাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা যে দামে পেট্রোল কিনি, সেই দামে বিক্রি করতে পারি না। মূল্য সমন্বয়ের সুযোগ তাদের পুরোপুরি দেওয়া হচ্ছে না।’

তিনি আরও যোগ করেন, ‘সব দিক দেখতে হয়। আমরা রাজস্ব বাড়ানোর জন্য সচেষ্ট আছি এবং কর ফাঁকি বা ব্যবস্থাপনার দুর্বলতাগুলো রোধ করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’

Ad 300x250

সম্পর্কিত